বাংলাহান্ট ডেস্ক : পুরভোটের মনোনয়ন পত্র পেতে এক নেতার বিদ্যুতের পোস্টে চেপে আত্মহত্যার চেষ্টায় রাজধানীতে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লীতে আম আদমি পার্টির এক কাউন্সিলর এ বছর পৌরসভার ভোটের টিকিট না পাওয়ায় তিনি সোজা উঠে পড়েন বিদ্যুতের পোস্টে এবং সবাইকে ভয় দেখাতে থাকেন যতক্ষণ অব্দি না তিনি টিকিট পাচ্ছেন ততক্ষন অব্দি ওই খুঁটিতেই বসে থাকবেন।
বলা বাহুল্য, আপ নেতা হাসিব-উল-হাসান ভোটের মনোনয়ন পত্র না পাওয়ায় এবার যেন ‘শোলে’ সিনেমার বীরুর মতোই কাণ্ডকারখানা করলেন। জানা গিয়েছে, দিল্লীর শাস্ত্রী মেট্রো স্টেশনের কাছে হাই টেনশন যুক্ত বিদ্যুতের পোস্টে উঠে সকলকে শাসন করতে শুরু করেন। তিনি বলতে থাকেন, তাঁকে যদি এ বছর টিকিট না দেওয়া হয় তিনি সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। নিচে দাঁড়ানো মানুষজন তাঁকে নেমে আসতে বললেও কারোর কোনো কথাই গ্রাহ্য করেননি ওই কাউন্সিলর।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ঠা ডিসেম্বর দিল্লীতে পৌরসভার ভোট। এর মধ্যে আপ নিজেদের ১৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যার মধ্যে ৭০ জন মহিলা এবং বাকি আসনগুলিতে পুরুষ প্রার্থী। অরবিন্দ কেজরিওয়ালের দল এই উপ-নির্বাচনে নারাইনা আসন থেকে প্রাক্তন বিধায়ক বিজেন্দ্র গর্গকে প্রার্থী করেছে।
এছাড়াও, একজন সিনিয়র কাউন্সলর মুকেশ গোয়েল সম্প্রতি কংগ্রেস ছেড়ে আপ-এ যোগদান করেছেন। তাঁকে আদর্শ নগর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দেওয়া হয়েছে। এছাড়াও গুড্ডি দেবী বলে একজন কংগ্রেস ছেড়ে এই পার্টিতে যুক্ত হয়েছেন। এই নিয়ে দলের একাংশের মধ্যে সাময়িক বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার এই ভোটের দ্বিতীয় দফার প্রার্থী নাম ঘোষণা করা হয়। সেখানেও হাসানের নাম না থাকায় তিনি ওইভাবে আত্মহত্যার চেষ্টা করেন।