বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে কয়লা এবং গরু পাচার মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। সম্প্রতি গরু মামলায় গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আর এবার বীরভূমে (Birbhum) অনুব্রত ‘গড়’ থেকে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করল পুলিশ। কয়লা পাচার ঘটনায় ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত দুদিনে বীরভূমে মোট চারটি আলাদা আলাদা জায়গা থেকে মোট ১৩০ টন কয়লা উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি ইস্যুতে গ্রেফতার একাধিক তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যরা হেফাজতে। এই সকল তদন্তে ইতিমধ্যে একাধিক বিস্ফোরক তথ্য হাতে এসে চলেছে সিবিআই এবং ইডির মতো তদন্তকারী সংস্থার। গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বীরভূম সহ গোটা বাংলায় আর এবার সেই বীরভূমে কয়লা পাচারের অভিযোগ সামনে আসতেই তৎপর হয়ে উঠল পুলিশ।
গত দুদিনে বীরভূমের ভিন্ন ভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কয়লা উদ্ধার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, বাইক, লরি এবং ট্রাক্টর করে কয়লা পাচার করা হয়ে চলেছিল, এহেন অভিযোগ সামনে আসতেই তারা তল্লাশি অভিযান চালায়।
গতকাল সদাইপুরে মোটর বাইকে করে এক ব্যক্তিকে তাড়া করে প্রায় চার টন কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। পরবর্তীতে নানুর এলাকায় বেশ কয়েকটি লরি থেকে ১০০ টন কয়লা বাজেয়াপ্ত করে তারা। নলহাটি এবং কাঁকড়তলা এলাকায় যথাক্রমে ১৮ এবং ৮ টন কয়লা উদ্ধার করা হয়েছে। এই সকল ঘটনার দরুণ পুলিশের জালে মোট ছয় জন অভিযুক্ত।
গোটা ঘটনা প্রসঙ্গে এদিন বীরভূমের তৃণমূল সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, “বেআইনিভাবে কয়লা পাচার করা অনুচিত। অভিযুক্তদের বিরুদ্ধে সরকার নির্দিষ্ট নিয়ম মেনে কঠোর ব্যবস্থা নেবে।”