অনুপম মানেই ছবি হিট, ‘উঁচাই’এর সব শো হাউজফুল! টিকিট পেলেন না অভিনেতা নিজেই

বাংলাহান্ট ডেস্ক: গত এক বছরে যেকটি ছবিতে অভিনয় করেছেন অনুপম খের (Anupam Kher), সবকটিই ব্লকবাস্টার হয়েছে। সে বলিউডের ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ই হোক না কেন বা দক্ষিণের ‘কার্তিকেয় ২’।  এবার ফের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন অনুপম। গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘উঁচাই’।

অনুপম ছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, ড‍্যানি ডেনজংপা, নীনা গুপ্তার মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবির প্রথম রিভিউ এসেছে মিশ্র। শুরুতে কম স্ক্রিনে ছবিটি মুক্তি পেলেও ধীরে ধীরে বেড়েছে স্ক্রিন সংখ‍্যা। সেই সঙ্গে উল্লেখযোগ‍্য ভাবে বেড়েছে দর্শকও। এমনকি অনুপম নিজেও পাননি শোয়ের টিকিট।

jammu and kashmir bollywood actor anupam kher tweeted said solution to kashmir problem starts 274758
সম্প্রতি একটি টুইটে ভিডিও শেয়ার করেছেন অনুপম। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, মুম্বইয়ের কোনো একটি প্রেক্ষাগৃহে উঁচাই এর টিকিট কিনতে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে খালি হাতেই ফিরতে হয়। অনুপমকে জানানো হয় যে সব শো হাউজফুল। কোনো টিকিট নেই। অনুপম তাও আর্জি জানান, অন্তত একটা টিকিট হলেও যেন তাঁকে দেওয়া হয়। তিনি নিজে এই ছবিতে অভিনয় করেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখতে রাজি। যদিও তাতে কোনো লাভ হয়নি।

ভিডিওটি শেয়ার করে অনুপম লিখেছেন, ‘উঁচাই ছবির টিকিট পেলাম না। এই প্রথম বার ব‍্যর্থতার মধ‍্যে সাফল‍্য খুঁজে পেলাম। আনন্দে পাগল হয়ে যাওয়ার জোগাড় আমার। যা খুশি হতে পারে। হাহাহা। জয় হো’।

https://www.instagram.com/reel/Ck3Xnvbtfvu/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগে উঁচাই ছবি দেখতে যাওয়ার জন‍্য সবাইকে অনুরোধ করেছিলেন অমিতাভ। দর্শকদের উদ্দেশে হাতজোড় করে একটি বার্তা রাখেন সিনিয়র বচ্চন। তাঁকে বলতে শোনা যায়, ‘প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কিনে সিনেমা দেখার যে আনন্দ তা অন‍্য রকমের। দয়া করে প্রেক্ষাগৃহে যাবেন আমাদের ছবি দেখতে। আজকাল খুব মারামারি হয়। কেউ প্রেক্ষাগৃহে যায়ই না ছবি দেখতে। হাতজোড় করে বলছি আপনাদের, টিকিট কেটে যাবেন দেখতে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর