ফাইনালে পাকিস্তান হারায় দেশবিরোধী স্লোগান! পাঞ্জাবে কাশ্মীর ও বিহারী ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ

বাংলাহান্ট ডেস্ক : গতকাল ছিল পাকিস্তান বনাম ইংল্যান্ডের টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (T20 World Cup Final)। আর সেই ম্যাচ ঘিরেই তুলকালাম অশান্তির ঘটনা ঘটল পাঞ্জাবের (Punjab) এক ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার সন্ধ্যায় পঞ্জাবের মোগা জেলার গল কালান গ্রামে লালা লাজপত রায় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ক্যাম্পাসে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের ছাত্রদের সঙ্গে বিহার এবং অন্যান্য রাজ্যের ছাত্রদের সংঘর্ষ বেঁধে যায় বলে জানা যায়। এ ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সূত্র মারফত জানা যাচ্ছে, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের (England) কাছে পাকিস্তানের (Pakistan) পরাজয়ের পরই এই সংঘর্ষ বাঁধে।

আহত শিক্ষার্থীদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৯ জনকে জরুরি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডঃ সুখপ্রীত সিং ব্রার জানান, ‘কেউই গুরুতরভাবে আহত হয়নি। কিছু ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে।’ ঘটনার খবর পেয়ে পুলিসও ঘটনাস্থলে পৌঁছায়।

স্টেশন ইনচার্জ জাসবিন্দর সিং বলেন, ‘লালা লাজপত রায় কলেজে ছাত্রদের দুই দল পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষকেই একে অপরের দিকে পাথর ছুড়তে দেখা যায়। সংঘর্ষের সময় কোনও ধরনের স্লোগান ওঠার কোনও তথ্যও পুলিসের কাছে নেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ের পরই এই সংঘর্ষ শুরু হয়।’ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি স্থানীয় পুলিস কর্মকর্তাদের। কলেজ ক্যাম্পাস ও হোস্টেলের আশেপাশে বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বেশিরভাগ কাশ্মীরি ছাত্রই মুসলিম সম্প্রদায়ের ছিল। তারা পাকিস্তানকে সমর্থন করছে বলে অভিযোগ করা হয়। এদিকে বিহার ও অন্যান্য রাজ্যের ছাত্রদের একটি দল পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তোলে। এর পর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। অপরদিকে, কাশ্মীরি ছাত্ররা অভিযোগ করে যে বিহার এবং অন্যান্য রাজ্যের ছাত্ররা তাদের ধর্মের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছে। সংঘর্ষে আহত এক কাশ্মীরি ছাত্র জানান, ‘তারা আমাদের দিকে ঢিল ছুড়লে আমরাও একইভাবে পাল্টা জবাব দিয়েছিলাম।’ তবে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে প্রশাসন।

Sudipto

সম্পর্কিত খবর