বাংলা হান্ট ডেস্কঃ ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ে অতীতে একাধিকবার কঠোর মনোভাব নিতে দেখা যায় কেন্দ্র সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। অবৈধ অনুপ্রবেশ রুখতে বিভিন্ন সময় একাধিক নির্দেশ দেন তিনি। সেই ধারা বজায় রেখে সম্প্রতি একটি বৈঠকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, আটক এবং পরবর্তীতে তাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে গোয়েন্দা প্রধানদের কড়া নির্দেশ দিয়েছেন শাহ, সূত্র মারফত বর্তমানে এই খবর সামনে এসেছে।
সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত নিয়ে সরকারকে সচেতন থাকতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে প্রতিটি রাজ্যের গোয়েন্দা প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন অমিত শাহ।
উক্ত বৈঠকে শাহ বলেন, “ভারতে যেভাবে অবৈধভাবে অনুপ্রবেশ হয়ে চলেছে, তা নিয়ে আমি চিন্তিত। এই অবৈধ কর্মকাণ্ড আটকানোর জন্য কঠোর এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।” পরবর্তীতে গোয়েন্দা অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিটি রাজ্যে অন্তত ১০০ জন অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি রাখুন। তাদেরকে চিহ্নিত করার পাশাপাশি আটক করে জেরা করা যেতে পারে। এরপর তাদেরকে ফেরত পাঠান।”
পাশাপাশি শাহ বলেন, “অনুপ্রবেশ যে অবৈধভাবে হয়ে চলেছে, তার প্রতিবেশী দেশ মানতে চাইছে না। তবে আমাদের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কর্ণাটক, গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, কেরালা এবং তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যগুলিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং পরবর্তীতে আটক এবং তাদের ফেরত পাঠানোর মত ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এক্ষেত্রে উত্তর প্রদেশ এবং বিহারের পাশাপাশি বাংলাতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
অতীতে একাধিকবার বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিক রাজ্যগুলিকে সচেতন করতে দেখা যায় অমিত শাহকে। এক্ষেত্রে বৈঠকে ‘প্রতিবেশী দেশ’ বলতে তিনি বাংলাদেশের কথাই যে বুঝিয়েছেন, তা এক প্রকার জলের মতো স্বচ্ছ। একইসঙ্গে উত্তর প্রদেশ এবং বিহারের সীমান্তবর্তী অঞ্চলের ওপর বিশেষ নজর দেওয়ার কথা বলেন শাহ।
পরিসংখ্যা অনুযায়ী, সাম্প্রতিক সময় উক্ত দুই রাজ্যে জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে চলেছে। বিশেষত, মুসলিমদের সংখ্যা আগের তুলনায় অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আর এই সকল ইস্যুতে প্রতিটি রাজ্যকেই সতর্ক থাকার নির্দেশ দিলেন অমিত শাহ।