বাংলা হান্ট নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৩-এর আগে ট্রান্সফার উইন্ডোতে ঝড় তুলেছে। দুইবারের চ্যাম্পিয়নরা গত কিছু সময় অলরাউন্ডার হিসাবে দুর্দান্ত ফর্মে থাকা শার্দূল ঠাকুরকে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুল নগদ চুক্তিতে সই করিয়েছে। কিউয়ি পেসার লকি ফার্গুসন ও আফগান উইকেটরক্ষক ওপেনার রহমানুল্লাহ গুরবাজের পর এটি তাদের তৃতীয় সাইনিং ছিল।
শার্দূল ঠাকুর এইমুহূর্তে ভারতের ওডিআই স্কোয়াডের অংশ হিসাবে নিউজিল্যান্ডে রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের সাথে কথা বলে কেকেআর ম্যানেজমেন্ট নগদ চুক্তি এবং লেনদেন সম্পূর্ণ করে। মুম্বাই-তে জন্মগ্রহণকারী এই পেসার দিল্লির হয়ে আইপিএলের একটি মরশুমই খেলেছেন।
দিল্লি ক্যাপিটালস অবশ্য শার্দূল ঠাকুরকে প্রথমেই কলকাতা নাইট রাইডার্সের হাতে তুলে দিতে চাননি। তারা প্রথমে শারদুল ঠাকুরের পুরোনো দল চেন্নাই সুপার কিংস এমনকি পাঞ্জাব কিংস এবং গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের সঙ্গেও কথা বলেছে। কিন্তু ওই সব ক্ষেত্রেই দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি। এই সুযোগ বুঝেই বাজি মেরেছে কেকেআর।
শার্দূল ঠাকুরের মতো একজন ক্রিকেটার নাইটদের বোলিং অপশন বাড়াবে তেমনি লোয়ার অর্ডারে একজন পাওয়ার হিটারের সন্ধান দেবে। কত মৌসুমে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের হাত ধরে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে নাইট রাইডার্স। ফার্গুন এবং ঠাকুরের মতো প্লেয়ারদের সই করিয়ে এবার গত মরসুমের ব্যর্থতার ছবিটা বদলাতে চাইছে তারা।
অবশ্য শুধু প্লেয়ার কেনা নয় তারা প্যাট কামিন্স এবং স্যাম বিলিংসের মতো দুজন ক্রিকেটারকে ছেড়েও দিতে চলেছে। সেই সঙ্গে আফগান উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজকে নিয়েও প্রত্যাশা রয়েছে নাইট রাইডার্সের মনে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে নিজের পাওয়ার হিটিং-এর ভালোই পরিচয় দিয়েছেন এই আফগান ক্রিকেটার।