বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ আরম্ভ হতে বাকি রয়েছে আর মাত্র পাঁচ দিন। কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দলের সকল ফুটবলাররাই যোগ দিয়ে দিয়েছেন নিজ নিজ শিবিরে। অন্যান্য বারের বিশ্বকাপের মতো দীর্ঘদিন ধরে একসঙ্গে থেকে অনুশীলন এবং নিজেদের স্ট্র্যাটেজি বুঝে নেওয়ার সুযোগ এবার পাননি ফুটবলাররা। কারণ প্রত্যেকেই ব্যস্ত ছিলেন নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে। তাই শেষমুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
এই ঘটনার ব্যতিক্রম নামে ব্রাজিলও। লাতিন আমেরিকার দেশ হলেও দলের বেশিরভাগ ফুটবলাররা খেলেন ইউরোপের বিভিন্ন বিখ্যাত ক্লাব গুলিতে। সদ্যই তারা যোগ দিয়েছেন ব্রাজিল শিবিরে। কোচ টিটের তত্ত্বাবধানে ইতালির তুরিনে আপাতত অনুশীলন স্বার্থে নেইমাররা। ২০ তারিখ বিশ্বকাপ আরম্ভ হলেও ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪শে নভেম্বর। তাদের হাতে এখনও ৯ দিন সময় রয়েছে।
এরই মাঝে অনুশীলন চলাকালীন ব্রাজিলকে একটি অভিনব পদ্ধতিতে ফুটবলারদের বল কন্ট্রোলের পরীক্ষা নিতে দেখা গেল। যদিও এই ভিডিও ফুটেজ যেটি সামনে এসেছে সেটি কবেকার সেই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। তবে যদি ফুটেজটি গত দু-তিন দিনের না হলেও এটা যে ২০২২ সালের সেপ্টেম্বর মাসের বেশি পুরোনো নয় সেই সম্পর্কে সকলেই নিশ্চিত।
ফুটবলের দের বলের ওপর নিয়ন্ত্রণ কতটা সেটা প্রমাণ করার জন্য একটি ড্রোন এক একটি বল নিয়ে ১১৫ ফুট উপরে উড়ে যেতে শুরু করল এবং সেখান থেকে একজন নির্দিষ্ট ফুটবলারের উদ্দেশ্যে বলটি ছেড়ে দেওয়া হলো। ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টনী, রাফিনহা, এডের মিলিটাওয়ের মতো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকারা অত উঁচু থেকে নেমে আসা বল নিজেদের আয়ত্তে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। একমাত্র ব্যতিক্রম দেখা যায় নেইমার জুনিয়রের। ৩৫ মিটার উঁচু থেকে নেমে আসা বলটি প্রথমে নিজের পায়ের পাতায় নিখুঁত ফাস্ট আছে নিজের দলে আনেন তিনি তারপর একবার হাঁটুর ওপর নাচিয়ে বলটিকে জড়িয়ে ধরেন নেইমার। তার ওই অভাবনীয় বল কন্ট্রোল দেখে সকলে এসে জড়িয়ে ধরেন তাকে।
https://twitter.com/Sonhado22785261/status/1592203920075784192?t=MHV0STcYnebjV24u4ZheZw&s=19
ব্রাজিলিয়ান কোচ টিটে আগে স্পষ্ট করে দিয়েছেন যে ব্রাজিল দল শুধুমাত্র নেইমার নির্ভর নয়। তাদের হাতে একাধিক ম্যাচ উইনার ফুটবলার রয়েছে। তারা দলগত ফুটবল খেলেই বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। কিন্তু একটা কথা সকলের কাছেই পরিষ্কার যেটা হলো এই যে ব্রাজিল যদি বিশ্বকাপ জিততে চায় তাহলে নেইমার জুনিয়রের নিজের সেরা ফর্মে থাকা জরুরী। বিশ্বকাপের মঞ্চে ১০ টি ম্যাচ খেলে ৬টি গোল এবং ৩ টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। চলতি মরশুমে ক্লাব ফুটবলে তিনি ইতিমধ্যেই ১৩ টি গোল করে ফেলেছেন নেইমার। বিশ্বকাপেও নিজের সেরা ছন্দেই পাওয়া যাবে ব্রাজিলিয়ান তারকাকে এমনটাই প্রত্যাশা ব্রাজিল সমর্থকদের।