‘ওর মাথার ঠিক নেই, কখন কী বলছে ভুলে যাচ্ছে, ডাক্তার দেখানো দরকার’, শুভেন্দুকে তোপ অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : তাঁর নাকি মানসিক অবস্থা ঠিক নেই। এই কথা বলেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বারবার আক্রমণ করেছে তৃণমূল নেতৃত্ব। এবার স্বয়ং শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) একই ভাষায় আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ককে। তিনি দাবি করেন, শুভেন্দুর মানসিক অবস্থা একেবারই ঠিক নেই। তাঁর মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ দরকার। অভিষেকের দাবি, সকালে যে কথা বলছেন, বিকেলে তা ভুলে যাচ্ছেন, তখন অন্য কথা বলছেন শুভেন্দু।

গত কয়েকদিনে শুভেন্দু বনাম তৃণমূলের তরজা আরও চরমে উঠেছে। প্রথমে শুভেন্দুকে মানসিক অসুস্থ বলে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দ্রুত আরোগ্য কামনা করতে তৃণমূলের তরফে বার্তা পাঠানো হবে বলে দাবি করেছিলেন তিনি। এরপরই সোমবার সকালে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের সামনে পৌঁছে যান তৃণমূল কর্মীরা। দিনভর উত্তপ্ত ছিল এলাকা। এরপরই শুভেন্দুকে সরাসরি তোপ দাগেন অভিষেক।

মঙ্গলবার ডায়মন্ড হারবারে এক প্রশাসনিক কর্মসূচি ছিল অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বেশ কিছু স্ক্রিনশট দেখান তিনি। অভিষেক জানান, তৃণমূল কর্মীরা যখন তাঁর সুস্থতা কামনা করে মেসেজ পাঠান, তখন শুভেন্দু জবাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করতে থাকেন। অভিষেক আরও বলেন, মঙ্গলবার বিকেলে শুভেন্দু দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অপমান করেননি। আর এরপর কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা বলেছেন বলে দাবি করেন অভিষেক। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, ‘মনোরোগ বিশেষজ্ঞ দরকার। যে মানুষটা সকালে এক কথা বলছেন, বিকেলে এক কথা বলছেন, রাতে এক কথা বলছেন, তাঁকে আপনি কী বলবেন?’ অভিষেক আরও বলেন, ‘ওঁ আতঙ্কে ভুগছেন। ওঁ চান না আমি ঘর থেকে বেরোই। চান, আমি চুপ করে বসে থাকি।’

এদিন অভিষেকের আক্রমণের তির ছিল শুভেন্দু অধিকারীর দিকেই। শুধু তাই নয়, কয়লা মাফিয়ার সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগও তুলেছেন অভিষেক।

Sudipto

সম্পর্কিত খবর