‘অখিলের মধ্যে শুভেন্দুর জিন চেপেছে’, রাষ্ট্রপতিকে ‘অপমান’ কাণ্ডে বিস্ফোরক মদন

বাংলা হান্ট ডেস্কঃ ‘অখিলের মধ্যে শুভেন্দুদের জিন চেপে গেছে’, রাষ্ট্রপতিকে অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিস্ফোরক কামারহাটির (Kamarhati) তৃণমূল (Trinamool Congress) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের বিরোধিতা করার পাশাপাশি এদিন বিজেপি (BJP) নেতাকেও এক প্রকার ধুয়ে দিলেন তিনি। মদনের এহেন বক্তব্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা অখিল গিরি। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র আর এবার অবশেষে মুখ খুললেন মদন মিত্র।

গতকাল তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, “রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু দাঁড়ালে যে প্রার্থী দিতেন না, তা অনেক আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই ঘটনায় অখিল গিরির কোন রকম দোষ নেই। শুভেন্দুর পরিবারের জিন চেপে গিয়েছে ওর উপর। সেই কারণেই এই কাজ করেছে। আসলে শুভেন্দুর মাসতুতো ভাই অখিল। সেই কারণেই জিন কাজ করেছে আর এই বিতর্কিত মন্তব্য করেছে ও।”

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদে একটি সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”

রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যের কারণে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। দেশের সর্বোচ্চ নাগরিককে কিভাবে এই ভাষায় অপমান করতে পারেন রাজ্যের মন্ত্রী, সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি কর্মী সমর্থক এবং নেতা মন্ত্রীরা। এই ঘটনায় নন্দীগ্রাম থানা এবং মালদহের একটি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁর পদত্যাগের দাবিতে সরব একাধিক মহল।

madan mitra 4 1

যদিও পরবর্তীতে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল গিরি যে অন্যায় করেছে, তার জন্য আমি ধিক্কার জানাচ্ছি। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। মানুষের ভেতর সুন্দর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কেউ যদি অন্যায় করে, তাহলে তা কখনোই সমর্থনযোগ্য নয়।” তবে এদিন এ প্রসঙ্গে মদন মিত্রের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিলো বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর