গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কেশপুর! বোমায় উড়ল তৃণমূল কর্মীর ডান, চাপা আতঙ্ক এলাকা জুড়ে

বাংলাহান্ট ডেস্ক : আবারও প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দল। আর তার জেরেই উঠল সংঘর্ষের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipore) কেশপুরের চড়কা গ্রামে বুধবারের এই ঘটনা ঘটে। বোমাবাজিতে মারাত্মক জখম হন এক তৃণমূল কর্মী। তাঁর ডান হাতের বেশ কিছুটা অংশ উড়ে যায়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় সিপিএম (CPM) জড়িত বলে অভিযোগ করে তৃণমূল। স্থানীয় সিপিএম নেতৃত্ব যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার সকালে চড়কা গ্রামে তৃণমূলের দু’টি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে চলে দেদার বোমাবাজিও। বোমার আঘাতে ডান হাতের কিছুটা অংশ উড়ে যায় শেখ রফিকুল আলি (৩৫) নামে এক তৃণমূল সমর্থকের। তাঁকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রফিকুলকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিস বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা যাচ্ছে।

নিজের নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা অভিযোগ করেন, ‘আজ দুপুর ১টায় কেশপুর বাজারে মহামিছিল হওয়ার কথা। তার আগে সিপিএম এলাকায় উত্তেজনা তৈরির জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এই অপ্রীতিকর পরিস্থিতি সমর্থন করি না। কঠোর ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে। পুলিসকে তদন্ত করবে আইন আইনের পথেই চলবে।’ তিনি আরও বলেন, ‘সিপিএম এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। কী ভাবে আহত হল তা ডাক্তার এবং পুলিসই বলতে পারবে। বোমা ছুড়তে গিয়ে আহত না কি ওঁর উপর বোমা ছোড়া হয়েছে তা বুঝতে পারছি না। তবে হিংসাত্মক ঘটনা সমর্থন করি না।’

শিউলির মন্তব্য নিয়ে সিপিএমের প্রাক্তন মন্ত্রী তথা জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, ‘ওদের নেতারা ঘোষণা করছে সিপিএম নেই। আর এখন সিপিএম এর ভূত দেখছে! যত দিন যাবে আরও বেশি করে সিপিএমের ভূত দেখবে।’

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকেই। তাঁর কথায়, ‘তোলাবাজি এবং এলাকা দখলকে কেন্দ্র করে এই গন্ডগোল। যাঁরা এত দিন ধরে এখানে তৃণমূল করতেন তাঁদের কোনও দায়িত্ব নেই। যাঁরা তোলা বেশি তুলে দিতে পারবেন তাঁরাই এখন নেতা। এতে বিজেপি জড়িত নয়। বিজেপি বোমা-বন্দুকের রাজনীতি করে না।’ এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপিও।

Sudipto

সম্পর্কিত খবর