৮০০ কোটি ছুঁল বিশ্বের জনসংখ্যা! জেনে নিন এই ৮০০ কোটি তম সন্তানটি কে

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছেছে গত ১৫ই নভেম্বর। মানবজাতির ইতিহাসে এই পরিসংখ্যান এক অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করেছে। কিন্তু জানেন কি বিশ্বের ৮০০ কোটি তম মানব সন্তানটি কে? কোন মানব সন্তানের এমন সৌভাগ্য হল যিনি সবেমাত্র জন্মে মানবজাতির ইতিহাসে এক বিরল মর্যাদা লাভ করলেন?

বিশ্বের ৮০০ কোটি তম মানব সন্তানের নাম হল ভিনিস মাবানসাগ। ১৫ ই নভেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতে ফিলিপাইনের ম্যানিলার টন্ডোতে ডক্টর হোসে ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্ম হয় এই শিশুর। প্রতীকী হিসেবে বিশ্বের ‘৮০০ কোটিতম’ মানবসন্তান হিসেবে ভিনিস মাবানসাগকেই চিহ্নিত করা হয়েছে। এই শিশুটির জন্ম সারম্বরে উদযাপন করা হচ্ছে ফিলিপাইনের কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে। তাদের তরফ থেকে এই শিশু ও তার মায়ের ছবি পোস্ট করা হয়েছে ফেসবুকে।

শিশুর জন্মের পর রাষ্ট্রসংঘ জনসংখ্যা তহবিলের তরফে একটি টুইটে লেখা হয়, “৮ বিলিয়ন আশা। ৮ বিলিয়ন স্বপ্ন। ৮ বিলিয়ন দায়িত্ব। আমাদের গ্রহ এখন ৮ বিলিয়ন মানুষের বসবাস স্থল।” রাষ্ট্রসংঘের তরফ থেকে জানানো হয়, প্রায় এক যুগ লেগে গেল বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছাতে।

Symbolic Eight Billionth Person 2

অন্যদিকে, জানা যাচ্ছে আগামী বছরের মধ্যে চীনকে টপকে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত। পাশাপাশি বিশেষজ্ঞদের ধারণা, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, গবেষণা, খাদ্যের সহজলভ্যতা ইত্যাদি বিষয়ের জন্য বেশ কিছু দেশে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর