বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে ডি মারিয়ার জোড়া গোলের সাথে মেসি, জুলিয়ান অ্যালভারেজ এবং জোয়াকিম কোরেয়ার গোলে ভর করে খাতায়-কলমে অনেক দুর্বল প্রতিপক্ষকে ৫-০ ফলে হারিয়েছে আর্জেন্টিনা। এর ঠিক দুদিন পরে কাতারের মাটিতে পা রাখবেন লিও মেসিরা। তার আগে আর্জেন্টিনার কিংবদন্তি এবং আগের বছর প্রয়াত হওয়া দিয়েগো মারাদোনাকে নিয়ে একটি বড় খবর সামনে এলো।
মারাদোনাকে এখনও ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনার সেরা এবং বিশ্ব ফুটবলের দুই সবচেয়ে বড় কিংবদন্তিদের মধ্যে একজন বলে মনে করেন। যেভাবে প্রায় নিজের একার দমে ১৯৮৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতিয়েছিলেন দিয়েগো, তারপর সকলের কাছেই তিনি হয়ে উঠেছিলেন মসীহা।
ওই ১৯৮৬ বিশ্বকাপেই মারাদোনার কেরিয়ারের সবচেয়ে বড় বিতর্কিত এবং সবচেয়ে সুন্দর মুহূর্তটা একসাথে এসেছিল। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ৬ জনকে কাটিয়ে করা তার অনন্য সাধারণ গোলটি এখনও শতাব্দীর সেরা গোল হিসেবে চিহ্নিত হয়। বিশ্বফুটবলে কোনও ফুটবলারই অত বড় মঞ্চে এমন একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অসাধারণ গোল করতে পারেননি।
কিন্তু সেই ম্যাচে ঘটেছিল আরও একটি বিতর্কিত ঘটনা। ওই দৃষ্টিনন্দন গোলটির আগে মারাদোনা ঐ ম্যাচেই আরও একটি গোল করেছিলেন যেটি এখনকার দিনে হলে নিশ্চিতভাবেই বাতিল হয়ে যেত। ইংল্যান্ডের আগুয়ান গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করার জন্য নিজের হাত দিয়ে বলটি গোলে ঠেলে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ইংল্যান্ডের ফুটবলাররা সরব প্রতিবাদ জানালেও ম্যাচের রেফারি আর্জেন্টিনার পক্ষেই সিদ্ধান্ত নেন। পরে মারাদোনাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন “ওটি ঈশ্বরের হাতে ছিল।” তারপর থেকেই ঐ কুখ্যাত গোলটি ‘হ্যান্ড অফ গড’ গোল নামে পরিচিত।
যে বলটিকে ওই হাত দিয়ে গোলে ঠেলে ছিলেন বর্তমানে প্রয়াত কিংবদন্তি, সেটি আজ ইংল্যান্ডের একটি অকশন হাউজে নিলামে উঠেছিল। গ্রাহাম বুড অকশন হাউসে ওই বলটি ২৩ লক্ষ ডলারে বিক্রি হয়েছে যার ভারতীয় হিসাব দাঁড়ায় ১৮ কোটি ৭৩ লক্ষ টাকা। এই বলটি এতদিন ওই আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের রেফারি আলী বিন নিশারের জিম্মায় ছিল। তিনি নিলামের আগে বলেছেন, “আমি সেদিন দেখতে পাইনি ঠিক কি ঘটেছিল। আমি ফিফার নিয়ম অনুযায়ী লাইন্সম্যান এর কাছে গোলটির বৈধতা সম্পর্কে জানতে চেয়েছিলাম এবং তিনি জানিয়েছিলেন গোলটি বৈধভাবেই হয়েছে।”