বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমরা সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করি। এমতাবস্থায়, নেটমাধ্যমে মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সকলের মন। ঠিক সেই রেশ বজায় রেখেই একটি নজিরবিহীন ঘটনা এবার সামনে এসেছে। এমনিতেই, ব্যাঙ্গালোরকে (Bangalore) আমরা টেক-হাব হিসেবে চিনি। পাশাপাশি, সেখানকার বাসিন্দারাও প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট সচেতন হন। আর সেই প্রমাণই ফের পাওয়া গেল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টুইট তুমুল ভাইরাল হচ্ছে। যেখানে এক মহিলা জানিয়েছেন যে, একজন অটো চালক উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রযুক্তির সহায়তায় মাত্র আধ ঘন্টার মধ্যেই তাঁকে তাঁর ফেলে আসা এয়ারপড ফিরিয়ে দিয়েছেন। মূলত, ওই মহিলা টুইটারে তাঁর সেই অভিজ্ঞতাটি তুলে ধরেন।
শিদিকা নামের ওই মহিলা জানান যে, “অটোতে চেপে যাওয়ার সময়ে আমি আমার এয়ারপডটি হারিয়ে ফেলি। আধঘণ্টা পর ওই অটো চালক যিনি আমাকে “WeWork”-এ নামিয়ে দিয়েছিলেন তিনি এসে নিরাপত্তাকর্মীর কাছে সেটি দিয়ে যান। পাশাপাশি, তিনি এয়ারপডটি কানেক্ট করেন এবং ফোন পে ট্রানজাকশনের ভিত্তিতে আমার সাথে যোগাযোগের চেষ্টা করেন।”
এদিকে, অন্য একটি টুইটে, ওই মহিলা একটি কান্নার ইমোজি ব্যবহার করে জানান যে, তিনি অটো চালকের ওই ব্যবহারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এমতাবস্থায়, এই পোস্টটি পড়ার পর, সকলেই ওই চালকের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, অটো চালকের উপস্থিত বুদ্ধিতেও মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “ওই অটোচালক সত্যিই খুব স্মার্ট।” পাশাপাশি, আরেক ব্যবহারকারী লিখেছেন, এর আগে তিনিও এক অটো চালকের কাছ থেকে দারুণ সাহায্য পান।
Lost my AirPods while traveling in an auto. Half an hour later this auto driver who dropped me at WeWork showed up at the entrance & gave it back to security. Apparently, he connected the AirPods to find the owner's name & used his PhonePe transactions to reach me. @peakbengaluru
— Shidika Ubr (@shidika_ubr) November 15, 2022
এছাড়াও, আরও এক ব্যবহারকারী জানিয়েছেন, “কখনও কখনও আমি অনুভব করি যে ব্যাঙ্গালোরের অটো চালকরা আমাদের থেকে অনেক বেশি প্রযুক্তি সম্পর্কে সচেতন।” এক কথায়, এই পোষ্ট খুব সহজেই জয় করে নিয়েছে সকলের মন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই পোস্টটি বিপুলসংখ্যক মানুষ লাইক করেছেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ৯.৭ হাজার মানুষ লাইক করেছেন এটি।