বাংলা হান্ট ডেস্ক: এবার প্রতিটি স্মার্ট ডিভাইসের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, এবার ডিভাইসগুলিতে ব্যবহার করতে হবে একই ধরণের চার্জার। সেক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে চার্জারটিকেও। মূলত, এক্ষেত্রে Type-C Charger-কেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে গত বুধবার বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিদের একটি টাস্ক ফোর্সের বৈঠকের পর বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিংহ।
কেন্দ্রীয় সচিব জানিয়েছেন, “ওই বৈঠকে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলির জন্য চার্জিং পোর্ট হিসাবে USB Type-C Charger গ্রহণের বিষয়ে স্টেকহোল্ডাররা সহমত প্রদান করেছেন।” পাশাপাশি ওই বৈঠকে ফিচার ফোনের জন্য পৃথক চার্জিং পোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বুধবারের ওই বৈঠকে IIT কানপুর, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, মহারাজা অগ্রসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মূলত, ওই বৈঠকে চার্জারের ২ টি স্ট্যান্ডার্ডের লক্ষ্যে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, এই ডিভাইসগুলির জন্য একই ধরণের চার্জার ব্যবহার করা অত্যন্ত সুবিধাজনক। পাশাপাশি, এর ফলে ই-দূষণের মাত্রাও অনেকটাই কমবে।
এদিকে, এহেন সিদ্ধান্তের ফলে আগামী দিনে সব স্মার্টফোনের জন্য একই চার্জার তৈরি করতে হবে সংস্থাগুলিকে। যদিও, এর ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে iPhone প্রস্তুতকারী সংস্থা Apple। পাশাপাশি, প্রভাবিত হবে Huawei এবং Samsung-এর মত সংস্থাগুলিও। কারণ, এই নিয়ম কার্যকর হলে বদল আনতে হবে তাঁদের একাধিক ফোন ও চার্জারে। যদিও, কবে থেকে এই নিয়ম কার্যকর হবে তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই ইউরোপে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসে ২০২৪ সাল থেকে USB Type-C চার্জার বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়ন (EU) এই সংক্রান্ত আইনও পাশ করেছে। এমতাবস্থায়, সেই পথে হেঁটেই এবার আমাদের দেশেও USB Type-C পোর্ট নিয়ে নতুন নিয়ম নিয়ে আসা হচ্ছে কেন্দ্রের তরফে। শুধু তাই নয়, পাশাপাশি স্মার্টওয়াচের মতো ডিভাইসের ক্ষেত্রেও একটি অভিন্ন চার্জার ব্যবহারের সম্ভাবনা যাচাই করার লক্ষ্যে সংশ্লিষ্ট টাস্ক ফোর্সের অধীনে একটি সাব-গ্রুপও গঠন করেছে কেন্দ্র।