বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcememt Directorate) হাতে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেফতার করা হয় কেষ্টকে। এক্ষেত্রে অনুব্রতকে গ্রেফতার করার পর তাঁকে দিল্লিতে (Delhi) নিয়ে গিয়ে জেরা করা হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের ভূমিকা ঠিক কতখানি, তা জানতে এদিন আসানসোল সংশোধনাগারে এসে পৌঁছায় ইডিও অফিসাররা। এক্ষেত্রে দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর অনুযায়ী, এদিন ইডির বেশ কয়েকটি প্রশ্ন এড়িয়ে যান তৃণমূল নেতা আর অবশেষে এবার তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন অনুব্রত। এক্ষেত্রে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার পাশাপাশি পরবর্তীতে অনুব্রত-সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি, গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছ হতে কোটি কোটি টাকার সম্পত্তি এবং জমির সন্ধান পায় সিবিআই।
পাচার কাণ্ডে গত তিন মাসের উপর সময় ধরে হেফাজতেই থাকতে হয় তৃণমূল নেতাকে আর এবার এই মামলায় বড় খবর! উল্লেখ্য, অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন আসানসোলে এসে পৌঁছায় ইডি অফিসাররা। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা উঠতে শুরু করে, তবে কি এবার দিল্লিতে নিয়ে যাওয়া হতে চলেছে কেষ্টকে?
বলে রাখা ভালো, গরু পাচার মামলায় সর্বপ্রথম গ্রেফতার করা হয় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। জেল হেফাজতের পাশাপাশি সম্প্রতি তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং পরবর্তীতে দিল্লিতে নিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমানে তিহার জেলে রয়েছেন সায়গল।
প্রসঙ্গত, গত ১১ ই নভেম্বর আদালতের শুনানির সময় অনুব্রত মণ্ডলকে ফের একবার হেফাজতের নির্দেশ দেন বিচারক। এক্ষেত্রে সম্প্রতি অনুব্রতকে ফিরহাদ হাকিমের ‘বাঘ’ সম্বোধন হিতে বিপরীত হয় তৃণমূল নেতার আর এবার ইডির গ্রেফতারি মাঝে অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ কি হয়, সেদিকে তাকিয়ে বাংলা।