বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পুত্রসন্তানের সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি আর এবার এই প্রসঙ্গে শুভেন্দুকে শোকজ করে বসলো শিশু সুরক্ষা কমিশন (Child Rights Commission)। কমিশনের এহেন পদক্ষেপকে সঠিক বলে ইতিমধ্যেই মন্তব্য প্রকাশ করেছেন তৃণমূল নেতা তাপস রায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দেন বিজেপি নেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানকে ঘিরে অভিষেককে উদ্দেশ্য করে বেনজির আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কয়লা ভাইপোর ছেলের জন্মদিনে বিপুল আয়োজন করা হয়েছে। ৫০০ পুলিশ কর্মী, ডগ এবং বোম স্কোয়াড, মেটাল ডিটেক্টর নিয়ে হোটেলে অনুষ্ঠান করা হচ্ছে।”
যদিও পরবর্তীতে শুভেন্দুকে বিঁধে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই কারণে একটি অনুষ্ঠান হচ্ছিল। উনি এটাকে অভিষেকের ছেলের জন্মদিন বলে মিথ্যাচার করছেন।” আর এবার শুভেন্দুর উদ্দেশ্যে শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিস প্ৰদান ঘিরে উত্তাল হয়ে উঠল বঙ্গ রাজনীতি।
গত বুধবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানায় তারা। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন বছর বয়সী ছেলেকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু, তাতে তার অধিকার খর্ব হয়েছে বলে অভিযোগ করে ঘাসফুল শিবির আর তার ভিত্তিতেই এবার শুভেন্দুকে শোকজ করল কমিশন।
এক্ষেত্রে তিন বছর বয়সী শিশুকে উদ্দেশ্য করে কেন মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, এ বিষয়ে কারণ জানতে চেয়ে নোটিস প্রদান করেছে শিশু সুরক্ষা কমিশন, সূত্র মারফত ইতিমধ্যে এই খবর সামনে আসছে। এখন দেখার, কমিশনের নোটিসের জবাবে শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ কি হয়।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…