বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ কিছু বছরে পাকিস্তানের ক্রিকেটের গুনগত মানের বেশ কিছুটা উন্নতি ঘটেছে। বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে তারা এখন বিশ্বের যে কোনও দলকে চ্যালেঞ্জ করতে সক্ষম। এইমুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে তারা তৃতীয় এবং ওডিআই ফরম্যাটে চতুর্থ স্থানে রয়েছে।
চলতি বছরেও ক্ষুদ্রতম ফরম্যাটে বাবর আজমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। কিন্তু তারা কোনও মেজর ট্রফি জিততে পারেননি। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই ক্ষেত্রেই তাদের ফাইনালে পৌঁছে স্বপ্নভঙ্গ হয়েছিল। এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলকে।
২০০৯ সাল নাগাদ শ্রীলঙ্কা দলের ওপর লাহোরে হওয়া সন্ত্রাসবাদি হামলায় পাকিস্তানের ক্রিকেট বড় রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিনের জন্য পাকিস্তানের মাটিতে বাকি আন্তর্জাতিক দলগুলির সফরে আসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এখন বিশ্বের অনেক বড় দলই পাকিস্তান সফরে আসছে। সেই নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মাঝের সময়টা তার মতো ক্রীড়াবিদদের জন্য কতটা সমস্যার ছিল। তারা ঘরের মাটিতে খেলতে চাইতেন কিন্তু সেই সুযোগ ছিল না। কিন্তু এখন আবার সেই পুরোনো পরিস্থিতি ফিরে ফিরে আসছে। তার ক্রিকেট কেরিয়ার এখন ফুরিয়ে গেলেও গোটা ব্যাপারটা তাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেছেন, “আমাদের মাঠ আর স্টেডিয়ামগুলো বিবাহের জন্য ব্যবহৃত হতো। মাঠে লোক আসতো না। অনেক সংগ্রাম করে আজ সেই পরিস্থিতির উন্নতি ঘটেছে। বড় বড় ক্রিকেট খেলিয়ে দেশগুলি বুঝতে পেরেছে যে তারা পাকিস্তানের মাটিতে কতটা সুরক্ষিত। পাকিস্তান যে একটি ক্রীড়াপ্রেমী দেশ সেটা সকলের কাছে আজ আবার পরিষ্কার।”