বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) গ্রেফতার করে জেলবন্দী অনুব্রত মণ্ডলকে। খবর পাওয়া যাচ্ছিল অনুব্রতকে আসানসোল সিবিআই আদালতে শুক্রবার হাজির করানো হতে পারে। কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, গরুপাচার মামলায় ধৃত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি সই করেননি তার অ্যারেস্ট মেমোতে। এর ফলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আনার জন্য দিল্লি উড়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা।
তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসার জন্য রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করা হতে পারে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তদন্তকারীরা এই জিজ্ঞাসাবাদ থেকে যা যা তথ্য পেয়েছেন তা আজ দিল্লির আদালতে সকাল এগারোটার মধ্যে জমা দেবেন।
সূত্রের খবর, অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য ওই তথ্যের ভিত্তিতে দিল্লির আদালতের বিচারকের কাছে আবেদন জানানো হবে। এমনকি আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ যাতে অনুব্রত মণ্ডলকে দিল্লি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সেই আবেদনও জানানো হবে বলে সূত্রের খবর। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে দিল্লির আদালতে হাজির করানোর জন্য জারি করা হতে পারে “প্রোডাকশন ওয়ারেন্ট।”
আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনুব্রত মন্ডল যদি অ্যারেস্ট মেমোতে সই করতেন তাহলে তার নথি আসানসোল আদালতে জমা দিয়ে তাকে ইডি আধিকারিকেরা দিল্লিতে নিয়ে যেতে পারতেন। কিন্তু অনুব্রত সই না করায় তদন্তকারীদের দিল্লি ছুটে যেতে হল ওয়ারেন্ট আনার জন্য। এক্ষেত্রে দিল্লির আদালত অনুব্রতর নামে জারি করতে পারে “প্রোডাকশন ওয়ারেন্ট” বা শুনানির নির্দেশ দিতে পারে আসানসোলের আদালতে।