বাংলাহান্ট ডেস্ক: প্রত্যেকেই চান তাঁদের জীবনে একটু সুরক্ষিত সঞ্চয় হোক। এছাড়াও বিনিয়োগ করার দিকেও নজর দিয়ে থাকেন অনেকে। বিনিয়োগ করার প্রচুর সরঞ্জাম রয়েছে। যেমন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড। তবে সে সব জায়গায় বিনিয়োগ করতে গেলে গ্রাহককে ঝুঁকি নিতে হবে। সকলে সেই ঝুঁকি নিতে চান না। তাঁরা খোঁজেন এমন একটি সরঞ্জাম যেখানে বিনিয়োগ করলে সুরক্ষিত থাকবে তাঁদের অর্থ। একইসঙ্গে একটি নির্দিষ্ট সময়ের পর ম্যাচুরিটি বাবদ মোটা টাকাও ফেরত পাবেন।
তাই অধিকাংশ মানুষ বেছে নেন ফিক্সড ডিপোজিটকে (Fixed Deposit)। ভারতের সব ব্যাঙ্কই তাদের সঙ্গে ফিক্সড ডিপোজিট করার সুযোগ দেয় গ্রাহকদের। এখানে এককালীন কিছু টাকা রাখলে কয়েক বছর পর ম্যাচুরিটির সময় সুদ সমেত সেই টাকাই অনেকটা বেড়ে যায়। এই বিনিয়োগে কোনও ঝুঁকি নেই। সে জন্য বহু মানুষ এটির দিকে ঝোঁকেন। তবে বর্তমানে সুদের হার কমিয়ে দিয়েছে ব্যাঙ্কগুলি। তাই আগের মতো চড়া সুদ আর পাওয়া যাচ্ছে না ফিক্সড ডিপোজিটে।
এমন অবস্থায় গ্রাহকরা অন্যান্য বিনিয়োগের সরঞ্জামের দিকে ঝুঁকছেন। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, বাজারের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শুধু ফিক্সড ডিপোজিটে ভরসা করলে হবে না। পাশাপাশি অন্যান্য জায়গায় বিনিয়োগও করতে হবে। তবে এখনও এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যারা গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে উচ্চ সুদের হার দিয়ে থাকে। বাজারে অন্যান্য ব্যাঙ্ক যেখানে ৪ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ হারে সুদ দিচ্ছে, সেখানেই এই ব্যাঙ্কগুলি আরও বেশি সুদের হার দেয় গ্রাহকদের।
তেমনই একটি ব্যাঙ্ক হল উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank)। এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কটি রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত এবং শেয়ার বাজারেও এর অস্তিত্ব রয়েছে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এটি গ্রাহকদের অন্যান্য ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি সুদের হার দিচ্ছে। অন্যান্য ব্যাঙ্কে যেখানে বড় জোর ৫ শতাংশ পাওয়া যায়, এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে প্রায় ৯ শতাংশ সুদের হার পাওয়া যাবে।
উজ্জ্বীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য ফিক্সড ডিপোজিটের উপর ৮ শতাংশ সুদের হার দেওয়া হবে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ৮.৭৫ শতাংশ সুদের হার। কিন্তু আপনি যদি এটি বার্ষিক মেয়াদপূর্তিতে রেখে যান তবে সাধারণ মানুষের জন্য এই সুদের হার হয়ে যাবে ৮.৪১ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এটি হয়ে যাবে ৯.২৪ শতাংশ।
যে কোনও বিনিয়োগের ক্ষেত্রেই প্রথম যে প্রশ্নটি আসে সেটি হল এটি নিরাপদ তো? বিশেষ করে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রে এই প্রশ্নটা বেশি করে আসে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, অন্যান্য ব্যাঙ্কের মতো এই ব্যাঙ্কেও আপনি টাকা রাখলে শুধুমাত্র ৫ লক্ষ টাকা পর্যন্ত নিরাপদ। এটি রিজার্ভ ব্যাঙ্কের নীতি অনুসারেই। ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, ২৪ রাজ্যে ৫৯০টি শাখা রয়েছে। সেখানে কাজ করছেন ১৬ হাজার ৬০০’রও বেশি কর্মচারী। একইসঙ্গে ৭০ লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কের। এই ব্যাঙ্কটি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের অন্তর্ভুক্ত হয়েছে।