বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে নিউজিল্যান্ডের মাটিতে তিন মাসের টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু করবে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আজ প্রথম টি-টোয়েন্টিতে ওয়েলিংটনের মাটিতে নামবে ভারত কিন্তু বৃষ্টির কারণে আপাতত ম্যাচ কিছুক্ষণের জন্য পিছিয়ে গিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকারা এই সিরিজ চলাকালীন বিশ্রামে রয়েছেন। তাদের জায়গা নেবেন বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।
রোহিত শর্মা, লোকেশ রাহুলের অনুপস্থিতিতে গোটা টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ জুড়ে ওপেন করতে দেখা যেতে পারে শুভমান গিলকে। এর আগে বিভিন্ন সময় ভারতের হয়ে যখন দ্বিতীয় সারির দলকে বিভিন্ন সফরে পাঠানো হয়েছে তখন তার আর শিখর ধাওয়ানের ওপেনিং জুটি ওডিআই ফরম্যাটে সকলকে মুগ্ধ করেছে। বিশেষত গিল যে মেজাজে ব্যাটিং করেছেন সেটার প্রশংসা করেছেন অনেকেই।
আজ থেকে শুরু হতে চলা সিরিজে হয়তো ঈশান কিষানের সাথে শুভমান গিল প্রতিটি ম্যাচেই ওপেন করবেন। তার আগে নিজের এই ফরম্যাটে ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী গিল। আগামী দু-তিন বছর ভারতীয় দল নানান পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। বেশ কিছু বয়স্ক ক্রিকেটার হয়তো সীমিত ওভারের ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন। সেই সুযোগে নিজেকে ভারতের জাতীয় দলে নিয়মিত করে তুলতে চান পাঞ্জাবের তারকা ওপেনার।
গিলকে প্রাথমিকভাবে এমন একজন ক্রিকেটার মনে করা হতো যিনি কপিবুক ক্রিকেট খেলতে পছন্দ করেন। কেতাবি ঢংয়ের বাইরে গিয়ে অতিরিক্ত আগ্রাসী ক্রিকেট খেলা তার পক্ষে সম্ভব নয় বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু গত আইপিএল এবং ভারতের হয়ে খেলা কিছু ওডিআই সিরিজে নিজের এই পরিচয় এর বাইরে বেরোতে পেরেছেন গিল।
সিরিজ শুরুর আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি চেষ্টা করছেন নিজের ইনিংসে ডট বলের সংখ্যা কমিয়ে ফেলতে। বিশ্বকাপে ঠিক এই সমস্যাতেই ভুগছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। অতিরিক্ত ডট বল খেলে তারা লোয়ার অর্ডারের উপর চাপ তৈরি করছিলেন। সেই দেখে শিক্ষা নিয়েই হয়তো শুভমান গিল ইন্টারভিউতে বলেছেন, “আমি চেষ্টা করছি যতটা কম সম্ভব ডট বল খেলার। সময় সবাই ইনিংসে চার বা ছক্কা মেরে রানের গতিটা বজায় রাখাটা খুবই প্রয়োজনীয় ব্যাপার এবং আমি সেই ব্যাপারটা এই রপ্ত করার চেষ্টা করছি।”