বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপে যে দলগুলি সবচেয়ে শক্তিশালী ২৬ জনের স্কোয়াড নিয়ে মরু দেশে বাড়াচ্ছেন তাদের মধ্যে ব্রাজিল হল অন্যতম। ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলের গোটা স্কোয়াড অত্যন্ত পরিপূর্ণ। সাইড ব্যাক ছাড়া পাঁচবারের বিশ্বজয়ীদের এবারের স্কোয়াডে আর কোনও দুর্বলতা নেই বললেই চলে।
গোলকিপিংয়ে ব্রাজিলের কাছে রয়েছে এডেরসন এবং অ্যালিসনের মতো দুই বিশ্বমানের গোলরক্ষক। সেন্ট্রাল ডিফেন্সে থিয়াগো সিলভা আর মার্কুইনসের মতো দুই অভিজ্ঞ ডিফেন্ডারের পাশাপাশি রয়েছে এডের মিলিটাও, গ্লেইসন ব্রেমারের মতো দুই তরুণ ডিফেন্ডার। মাঝমাঠে ক্যাসেমিরো, ফ্যাবিনহোর মতো ডিফেন্সিভ মিডফিল্ডারদের পাশাপাশি ফ্রেডের মতো একজন বক্স টু বক্স পরিশ্রমী রানার এবং লুকাস পাকুয়েতার মতো অভিজ্ঞ সৃজনশীল ফুটবলারও থাকছেন।
আক্রমণ ভাগ এই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি। তাদের আক্রমণ ভাগে যত বৈচিত্র্য রয়েছে, বিশ্বের আর কোনও ফুটবল টিমের কাছে এত বৈচিত্র্য নেই। নেইমারের পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, অ্যান্টনী, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনের মতো তারকা ফুটবলারদের ছড়াছড়ি তাদের স্কোয়াডে। এই অবস্থায় ব্রাজিল দলের সবচেয়ে বড় দুর্বলতা কি হতে পারে?
এবার এই নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের তারকা ব্রাজিলিয়ান রদ্রিগো গয়েস। তরুণ এই ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফুটবল খেলছেন শেষ দুই মরশুম থেকে। প্রথমবার দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন কুড়ি বছর বয়সে এই তরুণ ফরোয়ার্ড। ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা এই বিশ্বকাপে কি হতে পারে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন।
সাংবাদিক সম্মেলনের সেই তরুণ ব্রাজিলিয়ান বলেছেন অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারে তাদের পতনের কারণ। তারা যদি প্রতিপক্ষকে যথাযথ সম্মান নিয়ে নিজেদের সেরা খেলাটা প্রতিদিন মাঠে খেলতে পারে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয় অসম্ভব হবে না। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হারের পর থেকে ব্রাজিল লাতিন আমেরিকার ঘরোয়া কোপা আমেরিকা প্রতিযোগিতায় দুইবার ফাইনালে পৌঁছেছে। ২০১৯ সালে ট্রফি ঘরে তুললেও ২০২১-এ চির প্রতিদ্বন্ধে আর্জেন্টিনার কাছে ফাইনালে ১-০ ফলে হারতে হয়েছিল। এই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়েই ব্রাজিল প্রতিটা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক হয়ে মাঠে নামবে বলে জানিয়েছেন রদ্রিগো। ২৪ নভেম্বর রাতে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন নেইমাররা। সেই ম্যাচেও সতর্ক থাকার ফর্মুলা মাথায় রেখেই মাথায় নামবেন তারা।