বাংলার হবু-রাজ্যপালকে ফোন করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর! আলোচনা হল শপথ গ্রহণের তারিখ নিয়েও

বাংলাহান্ট ডেস্ক : প্রথম বার্তালাপ! আজ বাংলার নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (C V Ananda Bose) ফোন করে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি কবে শপথ নিতে চান, তা-ও রাজ্যপালের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দু’টি দিন নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে।

অবশেষে, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হল রাজ্যের নতুন রাজ্যপালের। শপথ গ্রহণের জন্য আগামী সোমবার, ২১ নভেম্বর) এবং বুধবার, ২৩ নভেম্বর — এই দুটি দিনের প্রস্তাব আনন্দ বোসকে দেন মমতা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের ভাবী রাজ্যপালকে জানান, তাঁর সুবিধা মতো একটি দিন বেছে নেওয়ার জন্য। সেই অনুযায়ী চূড়ান্ত প্রস্তুতি করে ফেলবে রাজ্য সরকার।

বিশেষ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী আনন্দ বোসকে আরও জানান, দিল্লিতে বঙ্গ ভবনে বাংলার একাধিক আমলা সব সময় উপস্থিত থাকেন। তাই কোনও প্রয়োজন মনে করলে যেন আনন্দ বোস সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই সমস্ত সহযোগিতা করবেন।

শুক্রবারই মুখ্যমন্ত্রী ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানান আনন্দ বোসকে। তার পর শনিবার দু’জনের মধ্যে প্রথম বার ফোনে কথা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্ভবত বুধবারই শপথগ্রহণের অনুষ্ঠান হবে। যদিও সরকারি সূত্র থেকে তার আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও মেলেনি।

এদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘সি ভি আনন্দ বোসের কোনও দিন নাম শুনিনি। আইএএস অফিসার হিসেবে ওঁর নাম শুনিনি। আমি জানি না, মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও আলোচনা করেছেন কি না। এই প্রক্রিয়াটা রাজ্য সরকারকে বাদ দিয়ে কেন্দ্র যাকে পছন্দ করে, জগদীপ ধনকড়ের মতো রাজনীতিক হোক বা সি ভি আনন্দ বোসের মতো অবসরপ্রাপ্ত আমলা। কী মাপকাঠিতে করে বলা ভারী মুশকিল।’

Sudipto

সম্পর্কিত খবর