MLA কেনা বেচার অভিযোগ! ২১ তারিখে হাজিরা না দিলে গ্রেফতার BJP নেতা B.L. Santosh, কড়া পুলিস

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন। অবশেষে পুলিসের এক্তিয়ারে। শাসক দলের বিধায়ক ‘কিনে নেওয়া’র চেষ্টার অভিযোগে সমন পাঠানো হল বিজেপির শীর্ষ নেতা বিএল সন্তোষকে (BL Santosh)। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী  কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএসের (TRS) বিধায়কদের মোটা টাকার বিনিময়ে কিনে নেওয়ার চেষ্টা করছে বিজেপি (BJP), এমনটাই অভিযোগ সামনে আসছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি ভিডিয়োও প্রকাশ করেন, তিনি দাবি করেন ফার্ম হাউসে টিআরএসের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির। এই অভিযোগের ভিত্তিতেই এবার তেলঙ্গানা পুলিসের (Telangana Police) পক্ষ থেকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল। আগামী ২১ নভেম্বর তিনি যদি হাজিরা না দেন, তবে তাঁকে গ্রেফতার করা হবে, এমনটাই উল্লেখ রয়েছে পুলিসের নোটিসে।

গত মাসেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাংবাদিক বৈঠক করে দাবি করেন, বিজেপি টিআরএসের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করছে। তেলঙ্গানার একটি ফার্মহাউসে এই নিয়ে বৈঠকও হয় এবং ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় টিআরএস বিধায়কদের। ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করলেও এখন তারা জামিনে মুক্ত। মুখ্যমন্ত্রী কেসিআর আদালতেও এই বিষয়ে অভিযোগ করেন। সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, পুলিস তদন্ত জারি রাখতে পারে, তবে একজন বিচারক গোটা তদন্ত প্রক্রিয়ায় উপর নজরদারি করবেন।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী গত মাসে যে ভিডিয়ো প্রকাশ করেন, তাতে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিতেও শোনা যায় কয়েকজনকে। বিজেপির এই ‘ঘোড়া কেনা-বেচা’র সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও জড়িয়ে দেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। চার বিধায়ক, যাদের ‘কিনে নেওয়া’র চেষ্টা করা হয়ে, তারাই তিনটে গোপন ক্যামেরায় যাবতীয় কথাবার্তা রেকর্ড করে রেখেছিলেন বলে জানান কেসিআর।

 


Sudipto

সম্পর্কিত খবর