বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্য নিয়ে একাধিক বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মনের মানুষের পাশে প্রথম দিন থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। অনুরাগীদের জন্য মাঝেমধ্যে আপডেট দিয়েছেন ঐন্দ্রিলার। কখনো আবার ভুয়ো খবরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই সব পোস্ট হঠাৎ করেই মুছে দিলেন সব্যসাচী।
গত ১ লা নভেম্বর বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। দ্রুত হাওড়ার আন্দুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। এ বিষয়ে সব্যসাচী প্রথম ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
লিখেছিলেন, ‘ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল।’ সঙ্গে আরো লিখেছিলেন, নিজে হাতে করে নিয়ে এসেছিলেন। নিজে হাতে করেই নিয়ে যাবেন।
এরপর একদিন হঠাৎ খবর পাওয়া যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। উদ্বেগ বাড়িয়ে সব্যসাচী আর্জি জানিয়েছিলেন সবাইকে মন থেকে প্রার্থনা করতে। মিরাক্যলের অপেক্ষায় ছিলেন তিনি। সেই মিরাক্যল হয়ও। শুক্রবার রাতে আশার খবর জানান সব্যসাচী। কিন্তু শনিবার ফের মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট এর খবর পাওয়া যায় ঐন্দ্রিলার।
যদিও হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীকে রিভাইভ করা গিয়েছে। পরিস্থিতি এখনো স্থিতিশীল। এর মধ্যেই সব্যসাচীর হঠাৎ করে সব পোস্ট ডিলিট করে দেওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সব্যসাচী।