বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। বুকে ব্যথা নিয়ে আসানসোল (Asansol) জেলা হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আসানসোল বিশেষ সংশোধনাগারের মেডিকেল ওয়ার্ডের পরিবর্তে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছ হতে কোটি কোটি টাকার সম্পত্তি এবং জমির সন্ধান পায় সিবিআই।
এক্ষেত্রে পাচার কাণ্ডে গত তিন মাসের উপর সময় ধরে হেফাজতেই থাকতে হয় তৃণমূল নেতাকে আর এর মাঝেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোলে এসে পৌঁছায় ইডি অফিসাররা। পরবর্তীতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে তদন্তকারী অফিসাররা। বর্তমানে ইডি গ্রেফতারি মাঝে অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়ে চলেছে। তবে এর মধ্যেই এবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা।
জেল সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিনে পারদ পতনের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে অনুব্রত মণ্ডলের। এক্ষেত্রে জ্বর ভাবের পাশাপাশি সর্দি ও কাশি হয়েছে তাঁর। এদিন সকালে অসুস্থতা বৃদ্ধি পায় অনুব্রতর এবং পরবর্তীতে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
সূত্রের খবর, এদিন বেলা ১১ টা ৪০ নাগাদ আসানসোল আদালতের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেতা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে তাঁকে। প্রসঙ্গত, গতকাল বিকেলে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের একটি দল। আর এর মাঝেই তাঁর অসুস্থতা ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে তদন্তকারী অফিসারদের।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়