বাংলাহান্ট ডেস্ক : বড়সড় বিপত্তি শ্যামনগর (Shyamnagar) স্টেশন। হঠাৎই কৃষ্ণনগর লোকালের কাপলিং খুলে গেল শ্যামনগর স্টেশনে এসে। এর ফলে পিছনের দিক থেকে আলাদা হয়ে গেল ট্রেনের ৫ টি কামরা। বিকাল পাঁচটা থেকে ডাউন দু’নম্বর লাইনে বন্ধ থাকলো ট্রেন চলাচল।
শ্যামনগর স্টেশন ঘটনাটি ঘটে আজ বিকেলের দিকে। দুর্ঘটনার পর ট্রেনের পাঁচটি বগি অর্থাৎ প্রথম অংশকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে শিয়ালদা – কৃষ্ণনগর মেইন লাইনে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যায় ট্রেন চলাচল। রেলকর্মীরা অতি দ্রুততার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনের প্রথম অংশটিকে। সেটিকে রাখা হয়েছে ব্যারাকপুর স্টেশনে। অন্য অংশগুলিও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে হাওড়ার আবাদা স্টেশনে একই রকম ঘটনা ঘটে। কাপলিং খুলে গিয়ে ভয়ংকর বিপত্তি ঘটে ট্রেনে। ডাউন উলুবেরিয়া লোকাল আবাদা স্টেশন থেকে বেরোনোর পর খুলে যায় দুটি বগির কাপলার। আতঙ্কে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে ট্রেন থামিয়ে দেওয়া হয়। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও তার যাত্রীরা।
এই ঘটনায় রক্ষনাবেক্ষণের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠছে। যদিও, এ বিষয়ে ইঞ্জিনিয়াররা রক্ষনাবেক্ষনের ত্রুটিকে প্রাধান্য দিচ্ছেন না তবে তাঁদের একাংশের মতে, নতুন কাপলিং আনার পর তাতে বিশেষ পদ্ধতিতে টান দিয়ে ক্ষমতা পরীক্ষা করার নিয়ম থাকলেও তা সবসময় করা হয় না। ফলে এধরণের বিপত্তি ঘটে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।