বাংলাহান্ট ডেস্ক: গত বছর সেপ্টেম্বরে সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla)। আচমকা হৃদরোগ কেড়ে নিয়েছিল তাঁর প্রাণ। সিদ্ধার্থের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তাঁর চর্চিত প্রেমিকা শেহনাজ গিল (Shehnaz Gill)। দীর্ঘ দিন পর্যন্ত নিজেকে ঘরবন্দি রেখেছিলেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগেছিল তাঁর। কিন্তু শেহনাজ যে তাঁর সিডকে ভোলেননি তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।
দুবাইতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট অ্যাওয়ার্ডসে উপস্থিত ছিলেন শেহনাজ। বেস্ট এমার্জিং ফেস অফ বলিউড অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এই পুরস্কারটা প্রয়াত সিদ্ধার্থকে উৎসর্গ করেন শেহনাজ। তাঁর মন্তব্যের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
পুরস্কার হাতে নিয়ে শেহনাজ বলেন, এই পুরস্কারটা তিনি একজনকে উৎসর্গ করতে চান যার জন্য তিনি আজ এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। তিনি সিদ্ধার্থ শুক্লা। এই পুরস্কারটা তিনি তাঁকেই উৎসর্গ করতে চান। প্রয়াত সিদ্ধার্থের উদ্দেশে তিনি বলেন, ‘তুই আমার আছিস আর আমারই থাকবি। ঠিক আছে?’
শেহনাজের ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছে ‘সিডনাজ’ ভক্তদের। সিদ্ধার্থের প্রয়াণের পর বছর ঘুরে গেলেও তাঁকে ভুলতে পারেনি ভক্তরা। এখনো তাদের কাছে শেহনাজ মানেই সিদ্ধার্থ। মাঝে সলমনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা জল্পনা বাড়ালেও শেহনাজ বুঝিয়ে দিলেন, এখনো তাঁর মনে শুধুই সিদ্ধার্থ রয়েছেন।
https://twitter.com/viralbhayani77/status/1594078654098976768?t=1dZHkAtIsiaEaKJ4Yj7B1g&s=19
একসঙ্গে বিগ বসে পা রেখেছিলেন সিদ্ধার্থ এবং শেহনাজ। সেই সূত্রে আলাপ, যা পরে গড়ায় প্রেমে। সিদ্ধার্থের শেষকৃত্যের সময়ে শেহনাজের আকুল হয়ে কান্না এখনো ভুলতে পারেনি ‘সিডনাজ’ ভক্তরা। তারপর প্রাক্তন প্রেমিকের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন শেহনাজ। কাজে যোগ দিলেও সিদ্ধার্থের স্মৃতি সবসময় তাঁর সঙ্গে সঙ্গেই ছিল এবং এখনো আছে।