বাংলা হান্ট ডেস্ক : কার ভাগ্য কখন কিভাবে পরিবর্তিত হয় কেউ বলতে পারেনা। এক ব্যক্তি ভাগ্যের চাকা ঘোরাতে প্রথমবারের জন্য কেটেছিলেন লটারির টিকিট। সেই টিকিট কিনতে তার খরচ হয়েছিল মাত্র ১৫০ টাকা। কিন্তু নামমাত্র এই টাকার বিনিময় তিনি জিতে গেলেন ১ কোটি টাকার পুরস্কার। প্রথমবারের জন্য লটারি কেটে যে একেবারে কোটিপতি হয়ে যাবেন তা ভাবতেই পারছেন না যুবক। কিছু বুঝতে না পেরে লটারি জেতার পর যুবক গিয়ে হাজির হন থানায়। এরপর পুলিশের পক্ষ থেকে ওই যুবককে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
এই যুবকের নাম বিষ্ণুপদ ঘোড়াই। তিনি মহিষাদলের কাঞ্জানপুর জালপাই এলাকার বাসিন্দা। বিষ্ণুপদ ১৫০ টাকার বিনিময়ে সকালে কাজে যাওয়ার সময় মহিষাদলের গাডুঘাটার এক টিকিটের দোকান থেকে লটারির টিকিট কেটেছিলেন। এরপর সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি জানতে পারেন এক কোটি টাকা পুরস্কার জিতেছেন তিনি। এরপর রীতিমতো ভয় পেয়ে বিষ্ণুপদ ছুট লাগান মহিষাদল থানায়। তিনি পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানান। এরপর খবর পেয়ে থানায় গিয়ে হাজির হন বিষ্ণুপদর পরিবার।
জানা গিয়েছে, রবিবার রাতে থানাতেই ছিলেন বিষ্ণুপদ। পুলিশের কাছে তিনি দাবি জানিয়েছেন, আর অ্যাকাউন্টে যতক্ষণ না টাকা আসবে ততক্ষণ পর্যন্ত তিনি পুলিশি নিরাপত্তা দিতে হবে। পুলিশ এই ব্যাপারে বিষ্ণুপদকে আশ্বস্ত করেছে। লটারি জেতার পর বিষ্ণুপদ বলেছেন, “লটারিটা কেটেছিলাম সকালে কাজে যাওয়ার পথে। এরপর বিকালে বাড়ি ফেরার সময় জানতে পারি এক কোটি টাকা জিতেছি। আগে কখনো লটারি কাটিনি। আনন্দ হচ্ছে খুব। ভয় পেয়ে থানায় এসে নিরাপত্তার আর্জি জানাই।”