বাংলা হান্ট ডেস্কঃ জন্মদিন উপলক্ষে আমরা সকলেই কেক কেটে উদযাপন করে থাকি। এক্ষেত্রে সাধারণত ছুরি দিয়ে কেক কাটা হয়ে থাকে। তবে পিস্তল দিয়ে কখনো কেক কাটতে দেখেছেন? শুনতে অবাক লাগলেও এহেন ভয়ংকর ঘটনার অভিযোগ উঠে এলো মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে। এ ঘটনায় ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান এবং আরও দুই অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, গত ১৬ ই নভেম্বর মধ্যপ্রদেশের ভিন্ডের গোনা হরিদাসপুর গ্রামে কেক কাটার জন্য দেশি পিস্তল ব্যবহার করতে দেখা যায় গ্রামের পঞ্চায়েত প্রধান এবং আরও দুই ব্যক্তিকে। শুধু তাই নয়, পিস্তলটি বেআইনিভাবে নেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, জন্মদিনে পিস্তল দিয়ে কেক কাটার সময় একটি ফেসবুক লাইভ করা হয়। ফলে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি এবং এটি জনসমক্ষে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। তৎপর হয়ে ওঠে পুলিশও।
পুলিশ সূত্রে খবর, রাজু ভাদোরিয়া নামে গ্রামের পঞ্চায়েত প্রধান এবং আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রে অস্ত্র আইনে মামলা রুজু করার পাশাপাশি অভিযুক্তদের কাছে পিস্তলটি বেআইনিভাবে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছ। এক্ষেত্রে দু রাউন্ড গুলি উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে কিনা, সে ব্যাপারে স্পষ্ট কোন ধারণা মেলেনি।
প্রসঙ্গত, এই ঘটনা এ প্রথম নয়, এর আগেও যোগী রাজ্য উত্তর প্রদেশ থেকে এ ধরনের এক ঘটনার কথা সামনে উঠে আসে। উত্তর প্রদেশের হাপুর নগর এলাকায় জন্মদিন উপলক্ষে পিস্তল দিয়ে কেক কাটতে দেখা যায় দুই যুবককে। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ আর এবার ফের একবার মধ্যপ্রদেশ থেকে প্রকাশ্যে এলো অদ্ভুত রকমের জন্মদিন সেলিব্রেশনের ছবি।