বিশ্বরেকর্ড! কোহলি ও রোহিতের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস ধোনির শিষ্য জগদীশনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাট হাতে লিস্ট এ ক্রিকেটে ইতিহাস গড়লেন তামিলনাড়ুর উইকেট রক্ষক ব্যাটার নারায়ণ জগদীশন। চলতি বিজয় হাজারে ট্রফিতে সোমবার ব্যাট হাতে তাণ্ডব নাচ নাচলেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে পরপর পাঁচটি ম্যাচে শতরান করলেন তিনি। তবে আজ রেকর্ডের শেষ এখানেই হয়নি তার জন্য।

অরুণাচলের বোলারদের নাস্তানাবুদ করে প্রথম শতরানটি তিনি ৭৬ বলে করেছিলেন। এরপর দ্বিশতরানে পৌঁছতে তার লাগলো আর মাত্র ৩৮ টি বল। শেষ পর্যন্ত ১৪১ টি বল খেলে ১৯৬-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করে ২৫টি চার এবং ১৫ টি ছক্কা মেরে ২৭৭ রান করে আউট অফ দিনে। তার সঙ্গী ওপেনার সাই সুদর্শন ১০২ বলে ১৫৪ রানের ইনিংস খেলেন। কিন্তু তিনি সম্পূর্ণ ফিকে হয়ে যান তার চেন্নাই সুপার কিংসে ধোনির সান্নিধ্যে থাকা সতীর্থর সামনে।

   

এই দুর্দান্ত ইনিংসটির মধ্যে দিয়ে ভারতীয় হিসাবে রোহিত শর্মার ওডিআই ফরম্যাটে করা সর্বোচ্চ রানের (২৬৪) রেকর্ড ভেঙে দেন তিনি। সেই সঙ্গে লিস্টে এই ক্রিকেটে ইংল্যান্ডের অ্যালিস্টার ব্রাউনের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন জগদীশন।

jagdeesan

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অপরাজিত ১১৪, ছত্তিশগড়ের বিরুদ্ধে ১০৭, গোয়ার বিরুদ্ধে ১৬৮ এবং হরিয়ানার বিরুদ্ধে ১২৮ রান করার পর আজ প্রথম ব্যাটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে টানা পঞ্চম শতরান বা তার বেশি স্কোর করার রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে বিজয় হাজারে ট্রফিতে বিরাট কোহলির এক মরশুমে সর্বোচ্চ ৪ টি শতরান করার রেকর্ডটিও ভেঙ্গে দেন জগদীশন।

অপরদিকে বাংলার ম্যাচে ওপেনার সুদীপ ঘরামী (১৬২) এবং অভিমুন্য ঈশ্বরণের (১২২) করা শতরানের ওপর ভর করে লিস্ট এ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলগত রান করার রেকর্ড করলো বাংলা দল। ওপেনার দুজনের গত রানের পাশাপাশি শাহবাজ আহমেদের ঝোড়ো অর্ধশতরান এবং ঋত্বিক রায়চৌধুরী ও মানুষ তিওয়ারির ঝোড়ো ক্যামিওতে ভর করে ৪২৬ রান তুলেছে বাংলা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর