বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। যার ফলে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে সোনা-রূপোর। এমতাবস্থায়, সপ্তাহের প্রথম দিনই মিলল সুখবর! জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ২১ নভেম্বরে সোনা ও রূপোর দামে পতন দেখা গিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারেও আজ সোনা-রূপোর দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম (Gold Price) আজ ০.০৭ শতাংশ কমেছে। এদিকে, আগের বাণিজ্যেও, MCX-এ সোনার দাম ০.৩৭ শতাংশ কমে গিয়েছিল। অপরদিকে, MCX-এ আজ রুপোর হার (Silver Price) ০.৩২ শতাংশ কমেছে। গত ট্রেডিং সেশনেও রুপোর হার ০.০৮ শতাংশ কমেছিল।
এদিকে, সোমবার বাজারে ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম সকাল ৯ টা ৫ মিনিট পর্যন্ত ৩৮ টাকার সামান্য হ্রাসের সাথে প্রতি ১০ গ্রামের নিরিখে ৫২,৫৫০ টাকায় লেনদেন হয়েছিল। পাশাপাশি, সোনার দাম আজ ৫২,৫০৮ টাকায় খুলেছিল। এমতাবস্থায়, খোলার পরপরই, দর কিছুটা বেড়ে দাম ৫২,৫৫০ টাকা হয়ে যায়।
রুপোর দামেও পতন: আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দামও কমেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রূপোর দর ১৯৭ টাকা কমে ৬০,৬৭৮ টাকায় লেনদেন হচ্ছে। উল্লেখ্য যে, রুপোর দাম আজ ৬০,৫৮০ টাকায় খুলেছিল। এমনকি, তারপরে একবার দাম ৬২,৬৮০ টাকা পর্যন্ত উঠে যায়। কিন্তু পরে এটির দাম কমে হয় যায় ৬০,৬৭৮ টাকা। জানিয়ে রাখি যে, আগের বাণিজ্যে রূপোর দাম প্রতি কেজিতে ৬০,৯৫০ টাকায় বন্ধ হয়েছিল।
আন্তর্জাতিক বাজারে সোনা-রূপোর দামে পতন: আন্তর্জাতিক বাজারেও সোমবার সোনা ও রূপোর দাম কমেছে। সোনার স্পট মূল্য আজ ০.২৮ শতাংশ কমে ১,৭৪৫.০৩ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে। একই সময়ে, আন্তর্জাতিক বাজারে আজ রূপোর দাম ০.৭৩ শতাংশ কমে ২০.৭৭ ডলার প্রতি আউন্সে রয়েছে।
সোনার সাপ্তাহিক স্পট দর বেড়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত সপ্তাহে ভারতের বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে। যদিও, রূপোর ক্ষেত্রে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গত বানিজ্যিক সপ্তাহে (১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর), সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২৩ টাকা বেড়েছে। যেখানে রূপোর দাম প্রতি কেজিতে ২৬৩ টাকা কমেছে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, গত ট্রেডিং সপ্তাহের শুরুতে, ২৪ ক্যারেট সোনার দর ছিল ৫৩,৪৩০ টাকা। যা শুক্রবারের মধ্যে বেড়ে প্রতি ১০ গ্রামে ৫২,৯৫৩ টাকা হয়েছে। অপরদিকে, ৯৯৯ বিশুদ্ধতাযুক্ত রুপোর দাম প্রতি কেজিতে ৬১,৫৮৩ টাকা থেকে কমে ৬১,৩২০ টাকা হয়েছে।