বাণিজ্য মেলায় মিলল বড় চমক! মৃত্যুর পর শেষকৃত্য থেকে শুরু করে অস্থি বিসর্জন সবকিছুই করবে এই সংস্থা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশজুড়ে ক্রমশ মানুষ আকৃষ্ট হচ্ছে ব্যবসা-বাণিজ্যের প্রতি। পাশাপাশি, যুগের সাথে তাল মিলিয়ে একাধিক নিত্যনতুন স্টার্টআপ (Startup)-ও তৈরি হচ্ছে। যদিও, সেগুলির মধ্যে এমন কিছু স্টার্টআপ থাকে যেগুলি রীতিমতো সাড়া ফেলে দেয় সর্বত্র। সেই রেশ বজায় রেখেই এবার ঠিক সেইরকমই এক স্টার্টআপের প্রসঙ্গ সামনে এল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে। যেটি ইতিমধ্যেই অবাক করে দিয়েছে সবাইকে।

মূলত, মুম্বাই স্থিত ওই স্টার্টআপটির ভাবনাটাই সম্পূর্ণ আলাদা ধরণের। “Sukhant Funarel Management Private Limited” নামের ওই স্টার্টআপটি মানুষের মৃত্যুর পর যেসমস্ত প্রয়োজনীয় কাজগুলি থাকে সেই কাজগুলিকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করে। অর্থাৎ, ওই স্টার্টআপ অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত পরিষেবা প্রদান করে। এমনকি, অস্থি বিসর্জনের দায়িত্বও নেয় ওই সংস্থা।

এদিকে, ইতিমধ্যেই এই স্টার্টআপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারেও সবাইকে আকৃষ্ট করেছে। জানা গিয়েছে, ওই সংস্থায় শেষকৃত্যের প্রি-বুকিংও করা যায়। শুধু তাই নয়, গ্রাহক মৃত্যুর আগে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যও বুক করতে পারবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিশ্বের একাধিক দেশেই এই পরিষেবা প্রচলিত রয়েছে। তবে, এবার ভারতেও এটি শুরু হয়েছে।

এইসব পরিষেবা মিলবে: জানা গিয়েছে, ওই সংস্থার সাইটে সার্ভিস সংক্রান্ত ট্যাবে তিনটি বিকল্প রয়েছে। সেগুলি হল, প্রি-প্ল্যান মোক্ষ, অন্ত্যেষ্টিক্রিয়া পরিষেবা এবং অন্যান্য পরিষেবা৷ প্রি-প্ল্যান মোক্ষ পরিষেবার মাধ্যমে, আপনি আপনার অন্তিম যাত্রার পরিকল্পনা আগে থেকেই করতে পারেন। এতে সিলভার প্ল্যানের দাম ৩৭,৭০০ টাকা। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, প্ল্যান হোল্ডার যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাঁর জন্মদিনের মতো সোনালি মুহূর্তগুলি পালিত হবে। এছাড়াও, অন্যান্য পরিষেবাগুলিতে, সংস্থাটি আইনি সহায়তা, ট্রিবিউট ফিল্ম মেকিং, সংবাদপত্রে শোক বার্তা প্রকাশ, শোক সভা আয়োজন, অস্থি বিসর্জন এবং অঙ্গদানের মতো পরিষেবা সরবরাহ করে।

ভাইরাল সোশ্যাল মিডিয়ায়: ইতিমধ্যেই এই স্টার্টআপের প্রসঙ্গ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমতাবস্থায়, নেটিজেনরাও এর পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে জানিয়েছেন, বর্তমানের নিউক্লিয়ার ফ্যামিলির যুগে এটা প্রয়োজন। একজন ব্যবহারকারী লিখেছেন, বড় শহরে এই সুবিধা থাকা খুবই প্রয়োজন। পাশাপাশি, আরেকজন ব্যবহারকারী লিখেছেন যে, এটি যৌথ থেকে নিউক্লিয়ার পরিবার এবং এখন একা বসবাসকারী মানুষদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টার্টআপ। যদিও, কেউ কেউ আবার এই স্টার্টআপের মাধ্যমে “মৃত্যুকে বাণিজ্যিকীকরণ” করা হচ্ছে বলেও সমালোচনা করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই সংস্থাটি ৫০ লক্ষ টাকার বেশি লাভ করেছে এবং শীঘ্রই ২,০০০ কোটি টাকার টার্নওভারও আশা করছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর