বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অখিল গিরি (Akhil Giri)। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে বিজেপি (BJP) নেতা এবং কর্মী সমর্থকরা। সেই ধারা বজায় রেখে এদিন প্রতিবাদে সামিল হয় বিজেপির মহিলা মোর্চা। সেখান থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলতেন, “তৃণমূলকে যদি আরও একটু বেশি রাখেন, তাহলে পাড়ায় পাড়ায় আফতাব তৈরি হবে।”
উল্লেখ্য, সম্প্রতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এই নিয়ে ইতিমধ্যে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ক্ষমাপ্রার্থনা করলেও বিতর্ক থামার কোনো লক্ষণ নেই আর সেই প্রসঙ্গকে তুলে এদিন শ্রদ্ধা হত্যা মামলা এবং আফতাবের ইস্যু যোগ করে দেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, সম্প্রতি শ্রদ্ধা বিকাশ ওয়াকার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশে। এক্ষেত্রে নিজের বান্ধবীকে হত্যা করে ৩৫ টুকরো করে আফতাব এবং পরবর্তীতে সেগুলি বিভিন্ন প্রান্তে ফেলে দেয় সে।
এক্ষেত্রে আফতাব প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু বলেন, “গোটা বাংলা জুড়ে বর্তমানে নারী ধর্ষণ, পাচার এবং নির্যাতন হয়ে চলেছে। তৃণমূলকে যদি আরেকটু বেশি সময় রাখা হয়, তাহলে পাড়ায় পাড়ায় আফাতাব তৈরি হবে। আসলে আমি যেখানেই যাই, সেখানে আমার হাতে ত্রিশূল দেওয়া হয় এবং পরবর্তীতে আমি তা মায়েদের হাতে তুলে দিই। পরবর্তী সময়ে সিএএ এবং নূপুর শর্মার মতো ইস্যু নিয়ে যদি আফতাব তৈরি হয়, তাহলে আমাদের মায়েরা পথ দেখাবেন।”
বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই গোটা বাংলা জুড়ে মেরুকরণের চেষ্টা করে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে আফতাব ইস্যু তুলে ধরার মাধ্যমে শুভেন্দু অধিকারী সেই প্রয়াসই করলেন বলে মনে করা হচ্ছে।