‘আইনকে সন্মান করি’, সোনার দোকানে চুরি কাণ্ডে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে সাফ জবাব নিশীথের

বাংলা হান্ট ডেস্কঃ ২০০৯ সালে সোনার দোকানে চুরি করার ঘটনায় সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। শুধু তাই নয়, বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দলের নেতা উদয়ন গুহ (Udayan Guha)। তবে এর মাঝে চুরির ঘটনায় নিশীথের দাবি, “আমি আইনকে সম্মান করি।”

প্রসঙ্গত, ২০০৯ সালে আলিপুরদুয়ারের দুটি সোনার দোকানের চুরির ঘটনায় অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। পরবর্তীতে আদালতের তরফ থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আদালত সূত্র মারফত জানা যায়, শুনানির সময় নিশীথের তরফ থেকে কোন আইনজীবী উপস্থিত না থাকায় বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে এদিন মুখ খুললেন নিশীথ।

উল্লেখ্য, সোনার দোকানে চুরির ঘটনায় বিজেপি নেতাকে গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। এক্ষেত্রে জনসমক্ষে নিশীথ প্রামাণিকের রূপ তুলে ধরতে বদ্ধপরিকর শাসক দল। তবে তৃণমূলের এই সকল প্রয়াসকে বিশেষ পাত্তা দিচ্ছেন না নিশীথ।

এদিন নিশীথ প্রমাণিক বলেন, “আমি আইনকে সম্মান করি। রাজনীতি যদি করতে হয়, তাহলে এমন অনেক কিছুই হবে। মিথ্যে মামলায় ফাঁসানো হবে। আমার নামে যারা কথা বলে চলেছে, তাদের সবার নামে মামলা রয়েছে। তবে আমি একটা কথা বলতে চাই এবং তা হলো, আইন আইনের পথে চলুক। সবার উচিত, আইনকে সম্মান করা।”

nishith

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস বনাম নিশীথ প্রামাণিকের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এক্ষেত্রে কখনো শাসক দলকে কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানান নিশীথ, আবার অপরদিকে বিজেপি নেতাকে উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করেন তৃণমূল নেতা উদয়ন গুহ। সম্প্রতি নিশীথ প্রামাণিকের দাড়ি গোঁফ টেনে নেওয়ার হুশিয়ারি দেন তিনি। এর মাঝেই চুরির মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র আর এর মাঝেই অবশেষে এ মামলায় নিজের প্রতিক্রিয়া জানালেন নিশীথ।

Sayan Das

সম্পর্কিত খবর