খড়ের গাদা থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার! ফের আতঙ্ক ছড়াল কুলপিতে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ফের একবার বোমা উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার কুলপিতে (Kulpi) পরপর বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভীত সন্ত্রস্ত এলাকাবাসীরা। গতকাল সন্ধ্যের সময় কুলপির ছামনাবুনি এলাকায় খড়ের গাদার মধ্যে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই যেন গোটা বাংলা জুড়ে বোমা উদ্ধার এবং হিংসার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। শাসক এবং বিরোধী দুই পক্ষের গোষ্ঠী দ্বন্দ্ব, হাতাহাতি এবং বোমা ফেটে বিস্ফোরণের ঘটনায় তোলপাড় বাংলা। বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিরোধী দলগুলি। আর এর মাঝেই বিগত বেশ কয়েকদিন ধরে কুলপিতে বোমা উদ্ধারের ঘটনা যেন ক্রমাগত বেড়েই চলেছে।

গত বৃহস্পতিবার এলাকায় বোমা ভর্তি ব্যাগ পড়ে থাকতে দেখে দুই কিশোর। শুধু তাই নয়, রবিবার এবং সোমবার গত দুই দিনে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গতকাল ফের একবার একই ঘটনার সাক্ষী থাকলো এলাকাবাসীরা।

পুলিশ সূত্রে খবর, খড়ের গাদার মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা রাখা হয়। তবে এক্ষেত্রে এই বোমাগুলি কারা রেখেছিল কিংবা তাদের উদ্দেশ্য কি, সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা মেলেনি। এক্ষেত্রে ব্যাগের ভেতর বোমা উদ্ধারের ঘটনায় মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পরবর্তীতে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলেও এখনো ভীত সন্ত্রস্ত রয়েছেন গ্রামবাসীরা।

bomb 5 1

তবে শুধুমাত্র কুলপিই নয়, গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর, বীরভূমের নলহাটির পাশাপাশি অন্যান্য একাধিক স্থান থেকে বোমা উদ্ধার এবং বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। সম্প্রতি, বোমা বিস্ফোরণের কয়েকটি ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীর পাশাপাশি নাবালক এবং শিশুদেরও প্রাণ গিয়েছে। পঞ্চায়েত ভোটের পূর্বে এ সকল ঘটনার মোকাবিলা কি করে করা হবে, তা নিয়ে চিন্তিত প্রশাসন।

Sayan Das

সম্পর্কিত খবর