বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণা করে দিয়েছে যে তারা পারস্পারিক সমঝোতার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে করা চুক্তি থেকে বেরিয়ে আসছেন। তারা রোনালদো এবং তার পরিবারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। যারা গত কয়েকদিন ধরে রোনাল্ডো এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্কটি পার্কে খোঁজখবর রাখছিলেন তারা জানতেন এমনটা হওয়া শুধু সময়ের অপেক্ষা। সকলেই খুশি যে ব্যাপারটি ভদ্রভাবে মিটে গিয়েছে। ফুটবল জগতে যে উচ্চতায় পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের একটা বড় ভূমিকা আছে। তাই কোনওরকম ক্ষতিপূরণ ছাড়াই ক্লাব ছাড়তে রাজিও হয়েছেন রোনাল্ডো।
কিছুদিন আগেই ইংরেজ জার্নালিস্ট পিয়ার্স মর্গ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখানে তিনি অনেক বিস্ফোরক দাবি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব সম্পর্কে। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ এবং কিছু সিনিয়র এক্সিকিউটিভ চাননি তিনি এই ক্লাবের অংশ থাকেন। এমনকি যখন নিজের চলতি বছরে জন্মানো শিশুর অসুস্থতার কারণে রোনাল্ডো প্রাক মরশুম প্রস্তুতিতে অংশগ্রহণ করতে পারেননি তখন তার শিশুর অসুস্থতার কথাও পুরোপুরি বিশ্বাস করতে পারেননি ক্লাবের কিছু কর্মকর্তা।
এখানেই শেষ নয়, রোনাল্ডো জানিয়েছিলেন ২০০৯ সালে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছিলেন তখন থেকে এখন অবধি ক্লাবে কিছুই পরিবর্তন হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে সব ক্লাবই নিজেকে আপডেট করতে থাকে যেটা ম্যানচেস্টার ইউনাইটেড করতে পারেনি বলে রোনাল্ডো দাবি করেছেন। তবে রোনাল্ডো এটাও জানিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা সব সময় তার পাশে থেকেছেন এবং তিনিও তাদের ভালই চান। তিনি শুধুমাত্র সত্যি কথাগুলোকে সকলের সামনে আনছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের সত্যি কথাগুলি জানা প্রয়োজন। তারপরে যদি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ছেঁটে ফেলে তাহলেও তার কোন আফসোস থাকবে না বলে জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রোনাল্ডোকে ছেঁটে ফেলার পর তার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বরাবরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুগামী। রোনাল্ডোর লড়াকু মানসিকতা, প্রায় একার হাতে ম্যাচের ফল উল্টে দেওয়ার ক্ষমতা, নিজের ওপর অগাধ বিশ্বাসের মতো ক্ষমতাগুলিকে খুবই পছন্দ করেন বিরাট। এর আগেও তিনি একাধিকবার বলে এসেছেন যে মানুষ রোনাল্ডোকে অত্যন্ত ভুল বুঝেছে বা রোনাল্ডোর ফুটবল জগতে যতটা সম্মান পাওয়া উচিত, ততটা তিনি পাননি তার সোজাসাপ্টা কথা বলার স্বভাবের জন্য।
View this post on Instagram
এবার অবশ্য বিরাট কোন বিবৃতি দিয়ে তার পাশে দাঁড়াননি। কিন্তু সম্প্রতি পিয়ার্স মর্গ্যানের অনুষ্ঠানে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, “আমি জানি না রোনাল্ডো সত্যি বলছে কিনা, কিন্তু সত্যিই যদি ম্যানচেস্টার ইউনাইটেড তার সন্তানের অসুস্থতার কথা বিশ্বাস না করে তাকে অপমান করে থাকে তাহলে সেটা মারাত্মক ব্যাপার। রোনাল্ডো আজ বিশ্বের সেরা ফুটবলার এবং অত্যন্ত পরিশ্রম করে তিনি নিজেকে আজকে এই জায়গায় তুলে এনেছেন। তিনি সবসময় সম্মানের যোগ্য। আমি মনে করি না রোনাল্ডো প্রকাশ্যে এই সব কথা বলে ভুল করেছে।” সাক্ষাৎকারের একটি ছোট্ট অংশে এই বক্তব্য রেখেছিলেন পিটারসেন, যেটি তিনি পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে সেই পোস্টে লাইক করে বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন যে তিনি পিটারসেনের এবং রোনাল্ডোর এই বক্তব্যগুলিকে সম্পূর্ণ ভাবে সমর্থন করেন।