শুরুতেই ছক্কা, ‘মিঠাই’কে হটিয়ে চ‍্যানেলের নাম রাখল ‘নিম ফুলের মধু’, রইল সম্পূর্ণ টিআরপি তালিকা

বাংলাহান্ট ডেস্ক: প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের জন‍্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন সিরিয়ালপ্রেমীরা (Serial)। কারণ এদিনই প্রকাশ‍্যে আসে সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP)। সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল কতটা দর্শক টানল তার উপরে ভিত্তি করে নির্ধারিত হয় টিআরপি। সিরিয়ালের পাশাপাশি চ‍্যানেলের মধ‍্যেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এ সপ্তাহের টিআরপি তালিকা এক নয়, একাধিক চমকে ঠাসা।

এবারে একটি নয়, এক সঙ্গে দু দুটি সিরিয়াল বাংলা সেরার শিরোপা জিতে নিয়েছে। জি বাংলার থেকে ‘জগদ্ধাত্রী’ এবং স্টার জলসার থেকে ‘অনুরাগের ছোঁয়া’ দুটি সিরিয়ালই ৮.২ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করেছে। সদ‍্য মা হয়েছে দীপা। অন‍্যদিকে বিয়ের আগে ষড়যন্ত্রকারীকে ধরতে বদ্ধপরিকর জগদ্ধাত্রী। দুই সিরিয়ালেই চলছে টানটান উত্তেজনার পর্ব।

Jagaddhatri
দু নম্বরেই রয়েছে বড় চমক। নতুন শুরু হওয়া নিম ফুলের মধু প্রথম সপ্তাহেই দুর্দান্ত ফল করে জায়গা করে নিয়েছে সোজা দ্বিতীয় স্থানে। ৭.৫ টিআরপিই বলে দিচ্ছে শুরুতেই দর্শকদের মন জয় করে নিয়েছে সিরিয়ালটি। একই সঙ্গে ধুলোকণাকেও টেক্কা দিয়ে স্লট লিডার হয়েছে নিম ফুল।

তৃতীয় স্থানে ৭.৩ নম্বর নিয়ে রয়েছে আলতা ফড়িং। চার নম্বরে জায়গা পেয়েছে এক সময়ের বেঙ্গল টপার ধুলোকণা। প্রাপ্ত নম্বর ৭.০। পঞ্চম স্থানে একসঙ্গে রয়েছে গৌরী এলো এবং এক্কা দোক্কা। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৯। সাহেবের চিঠি, খেলনা বাড়ি এবং গাঁটছড়া তিনটি সিরিয়াল একসঙ্গে রয়েছে ছয় নম্বরে। ৬.৬ পয়েন্ট নিয়ে স্লট লিডার হয়েছে মিঠাইও।

Mithi mithai
রইল সেরা দশের টিআরপি তালিকা-

জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া- ৮.২ (প্রথম)
নিম ফুলের মধু- ৭.৫ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৭.৩ (তৃতীয়)
ধুলোকণা-  ৭.০ (চতুর্থ)
গৌরী এলো, এক্কা দোক্কা- ৬.৯ (পঞ্চম)
সাহেবের চিঠি, খেলনা বাড়ি, গাঁটছড়া- ৬.৮ (ষষ্ঠ)
মিঠাই, মাধবীলতা- ৬.৬ (সপ্তম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৩ (অষ্টম)
নবাব নন্দিনী- ৬.০ (নবম)
হরগৌরী পাইস হোটেল- ৫.৭ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর