বাংলাহান্ট ডেস্ক : যাত্রী পরিষেবা উন্নত করার জন্য বেশ কয়েক বছর ধরেই ভারতীয় রেল (Indian Railways) ভাবনাচিন্তা শুরু করেছে। দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন স্টেশনের আধুনিকীকরণ, ভারতীয় রেল অতি দ্রুততার সাথে যাত্রীদের মন জয় করার চেষ্টা করছে। তবে এরই মধ্যে রেলমন্ত্রক সূত্রের খবর, আগামী দুই-তিন বছরের মধ্যেই ভারতে চলবে টিল্টিং ট্রেন।
টিল্টিং ট্রেন: বিশেষ প্রযুক্তিতে চলা দ্রুত গতির এই ট্রেন চলাচল করবে সাধারণ রেল লাইনের উপর দিয়েই। ট্রেনটি দ্রুত গতিতে চলার সময় পথে কোন বাঁক এলে, ভারসাম্য রক্ষার জন্য ট্রেনটি বাঁকের উল্টোদিকে বিশেষ প্রযুক্তির সাহায্যে হেলে যায়। বর্তমানে ব্রিটেন, রাশিয়া, চীন, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, পর্তুগাল, ফিনল্যান্ড ও অন্যান্য ইউরোপিয়ান দেশে টিল্টিং ট্রেন চলাচল করে।
সাধারণত দ্রুতগতি বিশিষ্ট কোন ট্রেন চলার সময় যখন কোন বাঁকের মুখে এসে পড়ে, তখন সেই ট্রেনের ভিতরে থাকা কোনো বস্তু বা ব্যক্তি যে টান অনুভব করেন তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় “সেন্ট্রিফিউগাল ফোর্স।” এই টানের কারণে ট্রেনের ভিতরের থাকা ব্যাগপত্র গড়িয়ে পড়ে যায়। যাত্রীরা একে অপরের উপর পড়তে শুরু করেন। যে সকল যাত্রীরা বসে থাকেন তারা হেলে যান অন্যের উপর। তবে বিশেষ প্রযুক্তিতে তৈরি টিল্টিং ট্রেনে এমন ব্যবস্থা থাকবে যা দ্রুতগতির সময় ট্রেন বাঁক নিলেও কোন সমস্যায় পড়বেন না যাত্রীরা। ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে সেন্ট্রিফিউগাল ফোর্সকে প্রশমিত করে। অতি দ্রুত গতির যানবাহনে চড়লে যাদের বমি ভাব বা মাথা ঘোরার মত সমস্যা দেখা দেয়, তারা এই বিশেষ ট্রেনে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন।
রেল সূত্রে জানা যাচ্ছে, আগামী ২০২৫ সালের মধ্যেই ভারতে এই ট্রেন চলাচল শুরু করতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিদেশি সংস্থার সাথে কথা হয়েছে। আপাতত ভারতে তৈরি ১০০ টি বন্দে ভারত ট্রেনকে টিল্টিং ট্রেনে পরিণত করা হবে বলে জানা গেছে।