পাশাপাশি দাঁড়িয়েও অনেকটা দূরত্ব, ‘ভারী হৃদয়’ নিয়ে বিচ্ছেদের জল্পনা বাড়ালেন সানিয়া

বাংলাহান্ট ডেস্ক: পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই। তবুও যেন তাঁদের মাঝে অসীম দূরত্ব। শোয়েব মালিক (Shoaib Malik) এবং সানিয়া মির্জাকে (Sania Mirza) এভাবে দেখে ফের কানাঘুঁষো শুরু দুজনের বিচ্ছেদের সম্ভাবনা নেই। একসঙ্গে নতুন রিয়েলিটি শো শুরু করছেন স্বামী স্ত্রী। শোয়ের নামেও আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছেন দুজনে। কিন্তু এই ভিডিও বুঝিয়ে দিল, পাশাপাশি থেকেও একে অপরের থেকে অনেকটা দূরে সরে গিয়েছেন শোয়ের সানিয়া।

শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন এখন চর্চার হট টপিক। বেশ অনেক দিন আগেই নাকি মাথার উপরে ছাদ আলাদা করে নিয়েছেন দুজনে। জুটির ঘনিষ্ঠ জনদের দাবি, ইতিমধ্যেই তাঁরা বিয়ে ভেঙে ফেলেছেন। স্রেফ কিছু টেলিভিশন শো এবং চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বিষয়টা প্রকাশ্যে আসেনি এখনো।

Sania shoaib
সানিয়া শোয়েব যে নতুন একটি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করতে চলেছেন সেটা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। একসঙ্গে ফটোশুট করে, বিশেষ ভিডিও বানিয়ে শোয়ের প্রচার করতেও দেখা গিয়েছে তাঁদের। দুজনের খুনসুটি নজর কেড়েছিল নেটনাগরিকদের। কিন্তু সাম্প্রতিক ভিডিও দেখে আবার মুষড়ে পড়লেন নেটিজেনরা।

শোয়েব সানিয়ার ফ্যানপেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সরাসরি রিয়েলিটি শোয়ের সেটেই শুট করা হয়েছে ভিডিওটি। সেখানে দেখা গেল, পাশাপাশি দাঁড়ালেও মাঝে কিছুটা দূরত্ব রয়ে গিয়েছে তাঁদের। সানিয়াকে দেখেই স্পষ্ট মুখের হাসিটা বেশ কষ্ট করেই ধরে রেখেছেন তিনি।

https://www.instagram.com/reel/ClOZYVQtP2q/?igshid=YmMyMTA2M2Y=

এর মাঝেই সানিয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা, ‘তুমি একজন মানুষ, আলো এবং অন্ধকার দিয়ে তৈরি। নিজেকে যথেষ্ট ভালবাসো যাতে একটু দুর্বল হতে পারো। যে দিন গুলোয় হৃদয় সবথেকে ভারী অনুভূত হয়, সেই দিন গুলোয় নিজেকে একটু বিরতি দিতে শেখো’।

Niranjana Nag

সম্পর্কিত খবর