পঞ্চায়েত নির্বাচনের পূর্বে আক্রমণাত্মক মিঠুন! বাম-বিজেপি জোট প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য BJP নেতার

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে বাম-বিজেপি জোট নিয়ে ফের একবার বড়সড় মন্তব্য করে বসলেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা তথা বলিউড স্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) পরাজিত করার জন্য সকল বিরোধী দলকে হাত মেলানোর আহ্বান জানালেন তিনি।

অপরদিকে, মিঠুন চক্রবর্তীর এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, “বিজেপির যে একা লড়াই করার ক্ষমতা নেই, তা তারা এক প্রকার মেনে নিয়েছে। সেই কারণেই সিপিএমের সমর্থন চেয়ে বসেছে।”

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিজেপির তরফ থেকে বড়সড় দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এক্ষেত্রে জেলায় জেলায় সভা করার পাশাপাশি একাধিক কর্মসূচি করে চলেছেন বাংলার ‘ঘরের ছেলে’। এদিন আসানসোলে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে মিঠুন বলেন, “বাংলায় সিপিএম ক্ষমতায় থাকার সময় সকল বিরোধী দলগুলি তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিল। বিজেপির ক্ষমতা কম থাকলেও তারা সাহায্য করতে পিছপা হয়নি। তাই বর্তমানে তৃণমূলের মত একটি দলকে হারাতে গেলে সকলকে একসঙ্গে জোট করার প্রয়োজন। এক্ষেত্রে মতাদর্শে পার্থক্য থাকলেও একজোট হওয়াটা জরুরি।”

বিশেষজ্ঞদের মতে, এদিন মিঠুন চক্রবর্তীর এহেন বক্তব্যের মাধ্যমে বাংলায় বাম-বিজেপি জোটের প্রসঙ্গই এক প্রকার তুলে ধরলেন তিনি। বলে রাখা ভালো, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি মাঝে অনেকেই বাম ও বিজেপি জোটকে দায়ী করেছিলেন। এক্ষেত্রে নিচুস্তরে বিজেপির সঙ্গে বামেদের বোঝাপড়া হয়েছিল বলে দাবি করে একাধিক মহল।

Mithun bjp 1

শুধু তাই নয়, সম্প্রতি বেশ কয়েকটি সমবায় নির্বাচনে প্রকাশ্যে হাত মিলিয়েছে সিপিএম এবং বিজেপি। যদিও এই প্রসঙ্গে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আজ মিঠুন চক্রবর্তী এ কথা বলেছেন, তার মানে ওদের একা লড়াই করার আর কোন ক্ষমতা নেই। সেই জন্যই বামেদের থেকে সাহায্য চাইছেন।”

Sayan Das

সম্পর্কিত খবর