বাংলাহান্ট ডেস্ক: বাংলায় এসে দুর্ঘটনার কবলে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাঁকুড়ার বিষ্ণুপুরে এদিন সভা ছিল তাঁর। সেখান থেকে আসানসোলে ফিরছিলেন তিনি। তখনি রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হন বিজেপি নেতা। যদিও দুর্ঘটনার কবলে পড়লেও সুরক্ষিতই আছেন মিঠুন এবং তাঁর সঙ্গের লোকজনরা।
পঞ্চায়েত নির্বাচনের আগে পাঁচদিনের বাংলা সফরে এসেছেন মিঠুন। শনিবার চতুর্থ দিন বাঁকুড়ায় সভা ছিল তাঁর। সেখানে কর্মসূচী শেষ করার পর আসানসোলে ফিরছিলেন মহা তারকা। কনভয়ে সবার প্রথমে থাকা গাড়িটির পেছনে ছিল মিঠুনের গাড়ি। জানা যাচ্ছে, রাস্তায় একটি তেমাথার মোড়ে আচমকাই কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল।
আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে কনভয়ের সর্বাগ্রে থাকা গাড়িটি। পেছনেই ছিল মিঠুনের গাড়ি। সেটি এসে ধাক্কা মারে ওই গাড়িতে। আবার মহাগুরুর পেছনের নিরাপত্তারক্ষীদের গাড়িটিও এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। মিঠুনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির সামনের অংশ খুলে গিয়ে ঝুলতে থাকে।
গাড়ি মেরামত করার জন্য মিস্ত্রি ডাকা হলেও লাভ হয়নি। গাড়ি সারাই করতে সময় লাগবে জেনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতেই আসানসোলে ফেরেন মিঠুন। তবে তিনি এবং অন্যান্যরা সুরক্ষিতই রয়েছেন বলে খবর। আগামীকাল রবিবার বোলপুরে যাবেন মিঠুন এবং সুকান্ত মজুমদার।
এদিন বিষ্ণুপুরে বসে মিঠুন প্রতিশ্রুতি দেন, ‘রাজ্যে যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, সেদিন দেখবেন বাংলায় শিল্পের জোয়ার এসেছে। এত বিনিয়োগ হবে যে চোখে দেখে ভাববেন, এটা স্বপ্ন নাকি সত্যি?’ পালটা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, চিত্রনাট্য দিয়ে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে বিজেপি। কিন্তু সামনে বিধানসভা নয়, পঞ্চায়েত ভোট সেটাই বলতে ভুলে গিয়েছে।