মেসিরা মাঠে নামার আগেই আগুন লাগলো লুসাইল স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায়! আতঙ্কিত দর্শকরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির আর্জেন্টিনার। সৌদি আরবের মতো খাতায়-কলমে অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরে বিশ্বকাপে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এই হারের ব্যাখ্যা চাইলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সাফ জানিয়ে দিয়েছেন যে, যা হওয়ার তা হয়ে গিয়েছে এবং তারা পরবর্তী ম্যাচে নিজেদের মনঃসংযোগ রাখছেন।

নিজেদের পরবর্তী ম্যাচে গ্যারোমা ওঁচোয়ার মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে গ্রুপের আরেকটি দল পোল্যান্ডের সঙ্গে ড্র করে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেক্সিকো। রবার্ট লেওয়ানডোস্কির পেনাল্টি বাঁচিয়ে ম্যাচের নায়ক হয়ে গিয়েছিলেন মেক্সিকান গোলরক্ষক। খাতায়-কলমে যদিও আর্জেন্টিনা মেক্সিকোর চেয়ে অনেক এগিয়ে, তবুও আর কোনওভাবেই কোনও প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে চাইছেন না মেসিরা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু সেখানে মেসিদের পৌঁছানোর আগেই ঘটে গেল একটা বড় রকমের দুর্ঘটনা। খবর পাওয়া গিয়েছে যে স্টেডিয়ামের থেকে কিছুটা দূরে একই অঞ্চলের একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে স্থানীয় সময় সকাল ১০ টা নাগাদ। অত্যন্ত কাছাকাছি ওই ঘটনাটি ঘটায় অনেকেই চিন্তিত হয়ে পড়েছিল।

কিন্তু ঘটনাস্থলে স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তর দ্রুত পৌঁছে যায় এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে একটি নির্মীয়মান বাড়িতে আগুনটি লেগেছিল এবং ঘটনায় শুধুমাত্র ওই বাড়িটিরই কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কোন মানুষের আহত বা নিহত হওয়ার খবর আসেনি।

এর দু’দিন আগেই সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর মেক্সিকান ভক্তরা ফ্যান জোনে মেসির নামে গালাগালি করায় আর্জেন্টিনা ও মেক্সিকান ফ্যানদের মধ্যে একটি খণ্ড যুদ্ধ বেধেছিল। মাঠে নামার আগেই দুই দলকে নিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে কাতারে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল স্নায়ুর চাপ ধরে রাখতে পারে সেটাই দেখার। তবে অনেকেই আশঙ্কা করছেন যে আগের দিন যা ঘটেছিল তা শুধুমাত্র একটি অঘটন আজকে খাতায়-কলমে অনেক দুর্বল মেক্সিকোকে হারিয়ে বেশ সুবিধা জনক জায়গায় নিজেদের নিয়ে আসতে পারবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর