অশনির সংকেতের ইঙ্গিত! হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল ১৪ হাতের কালী প্রতিমা! হিলিতে আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ ছুটির দিনের আনন্দের সকালটা মুহূর্তে পরিণত হল বিভীষকায় । সাত সকালে যেন ডঙ্কা বাজলো অশনি সংকেতের। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) ভয়াবহ দুর্ঘটনা।

মা কালীর পুজো চলছে, হটাৎ ই দাউ দাউ করে জ্বলে উঠল প্রতিমা। আগুনে পুড়ে ভস্মীভূত ১৪ হাতের কালী প্রতিমা। আনন্দের অনুষ্ঠানে নেমে এলো অশনি সংকেতের ঘন কালো ছায়া। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঠিক কি ঘটেছিল? দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) হিলিতে চলছিল সাতদিন ব্যাপী মা কালীর পুজো। তবে পুজো সমাপ্ত হওয়ার আগেই ঘটল অঘটন। স্থানীয় বাসিন্দাদের কথায়, রবিবার সকালে হটাৎ আর্তনাদ শুনে তড়িঘড়ি বাইরে এসে তারা দেখেন দাউ দাউ করে জ্বলছে ১৪ হাতের কালী মূর্তি। খবর দেওয়া হয় স্থানীয় দমকলে। জানা গিয়েছে, রবিবার ভোর ৪ টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায় প্রতিমায়, মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা প্রতিমা। জল দিয়ে যথাসাধ্য চেষ্টা করা হয় আগুন নেভানোর।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, সাথেই আগুন নেভাতে হাত লাগায় স্থানীয়রাও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এত বড় মেলা ও মণ্ডপে (Kali Puja Pandal) অন্যান্যবার সিসিটিভি থাকলেও এবার নেই কোনও সিসিটিভি (CCTV Surveillance) এই নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা প্রতিমা। অন্যদিকে, দমকল দেরি করে আসায় দমকলের গাড়িতে ভাঙচুরও চালান স্থানীয়রা। তবে শেষ পাওয়া খবরে অনুযায়ী বর্তমানে সেখানে আগুন নিয়ন্ত্রণে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর