বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian Railway) ! যাকে বলা হয় দেশের জীবন-রেখা। জীবনে একবার হলেও আপনি হয়তো অবশ্যই ভারতীয় রেলে ভ্রমণ করেছেন। কিন্তু ভারতীয় রেল সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য জানেন কি?
ভারতের প্রত্যেক স্টেশনে হলুদ বোর্ডে (Yellow Board) ঘন কালো রঙে (Black Color )লেখা থাকে রেলওয়ে স্টেশনের নাম। আচ্ছা! আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন সারা দেশের সব রেলস্টেশনে হলুদ বোর্ডে কালো রং দিয়েই কেন স্টেশনের নাম লেখা হয় ? চলুন জেনে নেওয়া যাক।
উজ্জ্বল হলুদ রঙ ড্রাইভারকে জানান দেয় যে সামনে একটি স্টেশন আছে, যাতে কোন সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই তারা সে সময় আরও মনোযোগ দেয়। আসলে, হলুদ রঙ মূলত সূর্যের উজ্জ্বল আলোর উপর ভিত্তি করে। হলুদের সাথে সুখ, বুদ্ধিমত্তা এবং শক্তির সরাসরি সংযোগ রয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায়, হলুদ পটভূমি অন্যান্য রঙের তুলনায় ভাল কাজ করে। হলুদ রং সূর্যের মতোই কার্যকর বলে বিবেচিত হয়। এটি দিন এবং রাত উভয়ই স্পষ্টভাবে দৃশ্যমান। যে কারণে স্টেশনগুলোর নাম হলুদ বোর্ডে লেখা থাকে।
হলুদ পটভূমিতে কালো রঙ বেশি স্পষ্টভাবে দেখা যায় । একটি হলুদ পটভূমিতে কালো লেখা সবচেয়ে কার্যকর কারণ এটি বহু দূর থেকে স্পষ্ট । আপনি যদি কখনো খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন যে রাস্তার অনেক সাইনবোর্ডও হলুদ রঙের, গায়ে কালো রঙে লেখা দেখতে পাওয়া যায়।
রেলওয়ে স্টেশনে সূর্যের ন্যায় উজ্জ্বল হলুদ বোর্ড ট্রেন চালককে সতর্ক করার জন্যও কাজ করে। এমন অনেক ট্রেনই আছে যেগুলি নন স্টপ এবং তারা প্রতিটি স্টেশনে থামে না। তবে সেখানে লাগানো হলুদ বোর্ড চালককে সতর্ক থাকার জন্য প্রস্তুত রাখে। হলুদ রঙ ড্রাইভারকে জানান দেয় যে সামনে একটি স্টেশন আছে, যাতে ,তারা সে সময় নিজেদের কাজে আরও বেশি মনোযোগ দেন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।