‘সিপিএম-BJP বোমা বানাচ্ছে আর শিশুরা আহত হয়ে চলেছে’, বিস্ফোরক অভিযোগ জয়প্রকাশের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের পূর্বে একদিকে যখন বাংলার বিভিন্ন প্রান্তের বোমা উদ্ধার এবং বোমাবাজির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে, আবার অপরদিকে এই সকল প্রসঙ্গকে সামনে এনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বনাম বিরোধী দলগুলির দ্বন্দ্ব অব্যাহত। এবার সেই বিতর্ক উস্কে দিয়ে বিজেপি (BJP) এবং সিপিএমকে (Cpim) পাল্টা কটাক্ষ করে বসলেন জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)।

উল্লেখ্য, সম্প্রতি নিজের পুরনো দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জয়প্রকাশ মজুমদার। পরবর্তীতে একাধিক সময় পদ্মফুল শিবিরকে আক্রমণ করে একের পর এক ঘটনার কথা তুলে ধরেন জয়প্রকাশ। সেই ধারা বজায় রেখে বোমা উদ্ধার এবং বোমাবাজির ঘটনায় বিজেপি এবং সিপিএমের যৌথ চক্রান্ত রয়েছে বলেই দাবি করেন তিনি।

গতকাল বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সভায় উপস্থিত হন জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি ছিলেন শমিক চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্যরা। ওই জনসভা থেকে বাম-রামকে একইসঙ্গে নিশানা করেন দলত্যাগী জয়প্রকাশ।

বোমা প্রসঙ্গে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “বর্তমান সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে মাঠের মধ্যে বোমা উদ্ধারের ঘটনা বেড়ে চলেছে। পরবর্তীতে বাচ্চারা সেগুলি নিয়ে খেলতে গেলে তা ফেটে বিস্ফোরণ ঘটে এবং তারা আহত হয়। আসল ঘটনা হলো, বিজেপি এবং সিপিএম মিলে বোমা তৈরি করছে এবং পরবর্তীতে মাঠে মাঠে ছড়িয়ে দিচ্ছে। অতীতে ৩৪ বছর ধরে সিপিএম বোমা তৈরি করে চলেছিল আর বর্তমানে টাকার যোগান দিচ্ছে বিজেপি। তবে বাংলা পুলিশ এই ঘটনায় তৎপর হয়ে উঠেছে।” দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন বলেও জানান জয়প্রকাশবাবু।

jayprakash 2

একইসঙ্গে মঞ্চ থেকে এনআরসি এবং সিএএ নিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতা। তিনি বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিএএ আর এনআরসি হতে দেবেন না। দেহে রক্তবিন্দু থাকা পর্যন্ত এটা হতে দেওয়া যাবে না। আমাদের কাছে হিন্দু, মুসলমান, শিখ সকলেই নাগরিক। তাদের মাথার উপর ছাতা ধরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

ad

Sayan Das

সম্পর্কিত খবর