বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে আসানসোল (Asansol) বিশেষ সংশোধনাগারে রয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়ার পর থেকে ইতিমধ্যেই ১০০ দিনের উপর সময় ধরে জেল হাজতেই রয়েছেন তিনি আর এর মাঝেই আসানসোল আদালতে আচমকাই উপস্থিত তৃণমূল সাংসদ তথা অনুব্রত ‘বন্ধু’ শতাব্দী রায় (Satabdi Roy)।
তবে কি এবার অনুব্রতর হয়ে মামলা লড়তে উপস্থিত হলেন স্বয়ং অভিনেত্রী? এমনটা কিন্তু মোটেও নয়। তাহলে কি কারণ? আসলে বর্তমানে একটি হিন্দি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শতাব্দী রায় এবং সেই কারণেই আসানসোল আদালতে উপস্থিত হন তিনি। সূত্রের খবর, ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ নামে হিন্দি সিনেমাটিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পরবর্তীতে তৃণমূল নেতা এবং তাঁর মেয়ে সুকন্যার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে মেলে সিবিআইয়ের। বর্তমানে অনুব্রতকে গ্রেফতার করেছে ইডি। ফলে সব মিলিয়ে অস্বস্তি বেড়ে চলেছে তাঁর আর এর মাঝেই আসানসোল আদালতে শতাব্দী রায়ের উপস্থিতি ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয়।
তবে এদিন সিনেমার শুটিং সূত্রে আদালতে এসে পৌঁছালেও মাত্র ২০০ থেকে ২৫০ মিটার দূরত্বে থাকা আসানসোল বিশেষ সংশোধনাগারে যাননি শতাব্দী। তবে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন তিনি? যদিও এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আইন আইনের পথে চলবে। লড়াই চলবে।”
এক্ষেত্রে অতীতে অনুব্রত মণ্ডলের সঙ্গে শতাব্দী রায়ের সম্পর্কে ‘টানাপোড়েন’ দেখা গেলেও সম্প্রতি তৃণমূল নেতা প্রসঙ্গে প্রশংসা শোনা যায় শতাব্দীর গলায়। এক্ষেত্রে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করে আনার কথাও বলেন তিনি। অনুব্রত মণ্ডলের পাশাপাশি এদিন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য রাখেন শতাব্দী রায়।
শুটিং-এর মাঝেই তৃণমূল সাংসদ বলেন, “নির্বাচন ভালো হতে চলেছে। তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আসবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। পঞ্চায়েত ভোটের পাশাপাশি ২০২৪ সালেও ক্ষমতায় থাকবে আমাদের দল।”
প্রসঙ্গত অভিনয়ের জগতে বহুদিন পর আবার দেখা যেতে চলেছে শতাব্দী রায়কে। এক্ষেত্রে ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ নামক সিনেমাতে আইনজীবীর ভূমিকায় ধরা দেবেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, শতাব্দী ছাড়াও এই সিনেমাটিতে জাকির হোসেন, রাজেশ খট্টর এবং কবীর বেদীর মতো অভিনেতাদের দেখা যেতে চলেছে।