দুর্ঘটনায় হারাতে বসেছিলেন নিজের সব দাঁত, কাল স্পেনের বিরুদ্ধে গোল করে জার্মানিকে রক্ষা ফালক্রুগের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেরিয়ারের বেশিরভাগ সময় জুড়ে খেলে এসেছেন দ্বিতীয় ডিভিশন ফুটবল। তারপরেও জার্মানির মতো দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। এমনটা ভেবে দেখতে গেলে আশ্চর্যই হতে হয়। কিন্তু এমনটাই করে দেখালেন নিকোলাস ফলক্রুগ। এক বছর আগেও জার্মানির দ্বিতীয় ডিভিশন ক্লাব ভেডার ব্রেনের হয়ে মাঠে নামতেন। কাল দল যখন স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায়, তখন গোল করে নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে টিকিয়ে রাখলেন তিনি।

নিকোলাস কে তার সতীর্থরা ডাকেন ‘লুকে’ নামে, জার্মান ডিকশনারি অনুযায়ী যার অর্থ ‘ফাঁকা’। তার সামনের দাঁতের মাঝে বেশ কিছুটা ফাঁকা রয়েছে যার জন্য তাকে এই নামে ডাকেন সতীর্থরা। একবার একটি বড় গাড়ি দুর্ঘটনায় নিজের অনেকগুলি দাঁত হারাতে বসেছিলেন এই ফুটবলার। তখন থেকেই তার দাঁতের অবস্থা এরকম। একবার তো অনুশীলনে আচমকাই সতর্কর সঙ্গে সংঘর্ষ হওয়ায় তার দাঁত দিয়েই বেশ কিছুটা জখম হয়েছিলেন তার ওই সতীর্থ।

পাঁচ বছর আগেই ব্রেমেনের হয়ে যখন দ্বিতীয় সারির দলে খেলতেন তখন তার পারফরমেন্সের ওপর নির্ভর করেই মূল জার্মান লিগের যোগ্যতা অর্জন করেছিল তার দল। কিন্তু তারপর তার জীবনে অভিশাপের মতো নেমে আসে এসিএল ইনজুরি। বেশ কিছু সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন এই ফুটবলার।

চোট থেকে ফিরে আসার পর নিজের নতুন দলকে ফের জার্মানির প্রথম ডিভিশনে তুলে আনেন তিনি। এই মরশুমে এখনো অবধি চৌদ্দটি ম্যাচ খেলে দশটি গোল করেছেন ফালক্রুগ। জার্মান ফুটবলার হিসেবে জার্মান লেগে যাওয়া এখন অবধি এই মরশুমে সর্বোচ্চ।

তবে তারপরেও বিশ্বকাপের দলে তার সুযোগ হয়নি। কিন্তু শেষ মুহূর্তে তারকা জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নারের চোট তার সামনে সুযোগ করে দেয় জার্মান দলে সুযোগ পাওয়ার। ২৯ বছর বয়সী তারকা যখন শুনেছিলেন যে তিনি জার্মানির স্কোয়াডের সঙ্গে কাতার বিশ্বকাপে অংশ নেবেন তখন তিনি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারেননি। এরপর বিশ্বকাপের ঠিক আগে ওমানের বিরুদ্ধে প্রতি ম্যাচে দলের হয়ে অভিষেক করেন এবং প্রথম ম্যাচেই গোল পান। তারপরেও চূড়ান্ত একাদশে তার জায়গা হয়নি। কিন্তু কাল স্পেনের বিরুদ্ধে পরিবর্তন হিসেবে মাঠে নেমেই দলকে বিশ্বকাপের টিকিয়ে রাখলেন তিনি।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর