উত্তর প্রদেশে ইঁদুরের পোস্টমর্টেম, গণেশের বাহনের হত্যাকারীকে কঠোর সাজা দিতে তৎপর পুলিশ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সর্বত্রই হিংসাত্মক ঘটনার রেশ বিপুলভাবে বেড়ে গিয়েছে। এমনকি, প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনের মত ঘটনার প্রসঙ্গও উঠে আসছে খবরের শিরোনামে। তবে, এবার যে খবরটি সামনে এসেছে তা জানার পর রীতিমতো চমকে উঠবেন সকলে। জানা গিয়েছে, এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বদাউন (Badaun) জেলায় একটি ইঁদুর খুনের ঘটনা সামনে এসেছে। হ্যাঁ, প্রথমে শুনে কিছুটা খটকা লাগলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পশুপ্রেমী বিকেন্দ্র শর্মা বদাউনের পাওয়ার সাব-স্টেশনের কাছে মনোজ কুমার নামে এক ব্যক্তিকে একটি ইঁদুরের লেজে পাথর বেঁধে সেটিকে নর্দমায় ফেলে দিতে দেখেন। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বদাউন থানায় পশু নিষ্ঠুরতা আইনের অধীনে বিকেন্দ্র ইঁদুর হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। যার জেরে পুলিশ অভিযুক্ত মনোজকে থানাতে ডেকে জিজ্ঞাসাবাদ করে।

ইতিমধ্যেই বদায়ুন নগরের পুলিশ আধিকারিক অলোক মিশ্র জানিয়েছেন যে, একটি ইঁদুরকে নর্দমায় ডুবিয়ে মারার অভিযোগ আসে। যার ভিত্তিতে অভিযুক্ত মনোজ কুমারকে থানায় ডেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে, তিনি স্পষ্ট করেছেন যে, ইঁদুর পশুর তালিকায় আসে না। তাই পশু নিষ্ঠুরতা আইন এক্ষেত্রে প্রযোজ্য হবে না।

ইঁদুরের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে: জানা গিয়েছে, এই অভিযোগ সামনে আসার পর পুলিশ ইঁদুরের দেহটি বদাউনের পশু চিকিৎসালয়ে পাঠায়। কিন্তু সেখানে কর্মীরা দেহটির ময়নাতদন্ত করতে অস্বীকার করলে পরে সেটিকে বেরিলির আইভিআরআই-তে পাঠানো হয়। সেখানে, বিজ্ঞানী ডঃ অশোক কুমার ইঁদুরের মৃতদেহের ময়নাতদন্তটি করেন।

WhatsApp Image 2022 11 28 at 7.58.49 PM

এমতাবস্থায়, সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ পবন কুমার গত রবিবার জানান, ওই মৃত ইঁদুরটির ময়নাতদন্ত করা হয়েছে এবং আগামী চার-পাঁচ দিনের মধ্যে রিপোর্ট সামনে আসবে। এই প্রসঙ্গে চিফ ভেটেরিনারি অফিসার ডঃ এ কে জাদৌন অবশ্য জানান, এই ধরণের ইঁদুর নিধন পশু নিষ্ঠুরতা আইনের আওতায় আসে। এমতাবস্থায়, বদাউন থানার ইনচার্জ হরপাল সিং জানিয়েছেন, ইঁদুরটির ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর