বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ব্রাজিল লড়াই করে জয় পেয়েছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ক্যাসেমিরোর একমাত্র গোলে কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাম্বা ব্রিগেড। নেইমারহীন ব্রাজিলকে বেশ পরিশ্রম করেই এই জয় অর্জন করতে হয়েছিল কিন্তু এখন ফ্রান্স ও পর্তুগালের পাশাপাশি ব্রাজিলও গ্রূপপর্বের মাত্র ২টি ম্যাচ খেলে এই জয় নিশ্চিত করেছে।
কিন্তু কাল ব্রাজিল গোল করার পর এমন একটি ঘটনা ঘটেছে যা মন জয় করেছে ব্রাজিলিয়ান সমর্থকদের। টানা দুই ম্যাচে প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয়েছে লাতিন আমেরিকার ফুটবল দৈত্যরা। গোল পাওয়ার জন্য কাল তাদের অপেক্ষা করতে হয়েছিল ৮৩ মিনিট অবধি। ভিনিসিয়াস ও রদ্রিগোর তৈরি করা মুভ থেকে গোলার মতো শটে গোল করেন ক্যাসেমিরো। এরপরেই ঘটে ওই ঘটনা
মনে রাখতে হবে কাল নেইমার একা নন, চোটের জন্য মাঠে নামতে পারেননি ব্রাজিলের রাইট ব্যাক ড্যানিলোও। তার জায়গায় সেন্টার ব্যাক এডের মিলিটাওকে ওই জায়গায় খেলাতে বাধ্য হয়েছিলেন ব্রাজিল কোচ টিটে। নেইমারের একটি ফিজিওথেরাপি সেশন থাকায় তিনি মাঠে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু ড্যানিলো দলের সাথে ডাগ আউটেই মজুত ছিলেন।
গোলটির পরে যখন সকল ব্রাজিলিয়ান ফুটবলাররা মাঠের এক কোণে গিয়ে আনন্দ উদযাপন করছেন, তখন গোড়ালির চোটের কারণে সেখানে যেতে পারেননি ড্যানিলো। এইসময় তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃতীয় গোলকিপার হিসাবে ব্রাজিলের স্কোয়াডে থাকা ওয়েভারটন।
Weverton carried Danilo (has a sprained ankle) so he could celebrate with the team pic.twitter.com/jfdagSupKl
— Brasil Football (@BrasilEdition) November 28, 2022
একটি ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান গোলরক্ষক নিজের পিঠে চাপিয়ে আঘাতপ্রাপ্ত ব্রাজিলিয়ান রাইট ব্যাককে নিয়ে গিয়েছেন মাঠের ওই অঞ্চলে যেখানে বাকিরা উদযাপন করছেন। তারপর সকলে একসাথে গোলের আনন্দ উদযাপন করেছে। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই সেটি সাধারণের মধ্যে প্রবল জনপ্রিয় ও ভাইরাল হয়েছে।