ত্বহা সিদ্দিকীর মধ্যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা দেবীকে খুঁজে পান! দাবি TMC বিধায়ক নির্মল মাজির

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কের আগুন নেভার আগেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji)। এবার ত্বহা সিদ্দিকীর মধ্যে রামকৃষ্ণ, বিবেকানন্দ দেখেন বলে দাবি তৃণমূল বিধায়কের।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, তাতেও নেটদুনিয়ায় পরে গেছে শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে ইসলামিক এক ধর্মীয় সভায় নির্মল মাঝি বলছেন, মা সারদা দেবী, রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ এই সকলকেই তিনি খুঁজে পান ত্বহা সিদ্দিকীর (Twaha Siddiqui) মধ্যে।

এদিন এক ধর্মীয় সমাবেশে মাইক উঁচিয়ে তিনি বলেন, “হিন্দু ধর্ম নিয়ে চলে নোংরা রাজনীতি, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষে-মানুষে দাঙ্গার সৃষ্টি করে তাদের আল্লাহ, ভগবান কখনোই ক্ষমা করবেন না।”
তিনি আরও বলেন দেশের মুসলিম সম্প্রদায় শিক্ষা থেকে শুরু করে বাসস্থান, অন্ন সব দিক থেকে ক্রমাগতই পিছিয়ে পড়ছে, যেখানে একসময় মুসলিমরাই দেশ শাসন করতো। এই প্রসঙ্গে মুঘল সম্রাটদের কথাও উল্লেখ করেন তিনি।

সাথেই চন্দ্রপুরে মুসলিম ভাই বোনেদের জন্য ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, হোস্টেল, আইটি কলেজ, নার্সিং ট্রেনিং কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন ‘জায়গার সন্ধান পেয়ে গেছি, খুব শীঘ্রই কাজ শুরু হবে’।

এরপরই হঠাৎ মাইক উঁচিয়ে ত্বহা সিদ্দিকীর প্রশংসায় উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক বলেন “এই মানুষটার মধ্যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা দেবীকে খুঁজে পাই আমি ” এদিন তার বক্তব্যে শোনা গেলো, উত্তরপ্রদেশে টুপি আর লুঙ্গি দেখলেই সেখানে মানুষকে কুপিয়ে মারে এরম কিছু  কথাও। সাথেই জাতি ধর্ম নির্বিশেষে সকলেই তার কাছে সমান সেই কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, পূর্বে মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন নির্মল মাজি। তার সেই উক্তি নিয়ে উদ্বেগও প্রকাশ করে রামকৃষ্ণ মিশন। এবার সেই বিতর্ক নেভার আগেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর